বাংলাদেশে সেবাকেন্দ্র স্থাপন করছে ডি-লিংক

আসছে বছরের প্রথম ভাগেই বাংলাদেশে নিজস্ব সার্ভিস সেন্টার খোলার সব আয়োজন এখন চূড়ান্ত বলে জানিয়েছেন ডি-লিংক বাংলাদেশ প্রতিনিধি (কান্ট্রি ম্যানেজার) শাহরয়িার হোসেইন।  তিনি আরো জানান, বাংলাদেশের বাজারে ডি-লিংক এর প্রত্যয়ী অগ্রযাত্রা নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার ঢাকায় দুইটি সেশন হয়েছে। এর একটি ছিলো কারিগরি কর্মশালা। অন্যটি ছিলো ব্যবসায় সম্প্রসারণ ও সেবা নিশ্চিত বিষয়ক সমাবেশ। কম্পিউটার সোর্স এর তত্ত্বাবধায়নে বিসিএস কম্পিউটার সমিতি অনুষ্ঠিত কর্মশালায় ও স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ডি-লিংক ইনন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (চ্যানেল অ্যান্ড মোবিলিটি) শঙ্কেত কুলকার্নি, টেকনিক্যাল ম্যানেজার ইওগেশ পাওয়ার, কম্পিউটার সোর্স পরিচালক এ ইউ খান জুয়েল, পণ্য ব্যবস্থাপক খন্দকার ফুয়াদ ওমান, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসোর্টিয়াম পরিচালত তানভীর এহসানুর রহমান, এজিএম আব্দুল্লাহ আল রফিক সুমন প্রমুখ।

ঘর কিংবা নগর জুড়ে নিরবিচ্ছিন্ন শক্তিশালী ইন্টারনেট সংযোগ সেবা ছড়িয়ে দেয়ার পাশপাশি আসবাব কিংবা হোম অ্যাপ্লায়েন্সগুলোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা হাতের মুঠোয় এনে দিচ্ছে ডি-লিংক। ‘ইনভিক্টা’  স্লোগানে বাংলাদেশের বাজার জয় করতে ট্রিব্যান্ড রাউটার, স্মার্ট প্লাগ, মোশন সেন্সর এর মতো ডিভাইস অবমুক্ত করা হয়েছে। বজ্রপাতের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ডিভাইসের নিরাপত্তা ও অন্যান্য সেবা বিষয়ে প্রান্তিক পর্যায়ে প্রতি প্রান্তিকেই কারিগরি প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে।

Share This:

*

*