বাংলাদেশে ‘সেইফার ইন্টারনেট ডে ২০১৮’ পালিত

বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভার্চুয়াল ক্লাস রুমে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশে ‘সেইফার ইন্টারনেট ডে ২০১৮’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিরাপদে ইন্টারনেটের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপ-পরিচালক (আইটি) নাদির বিন আলী, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ আবদুল আওয়াল প্রমুখ। এ সময় কিভাবে ইন্টারনেট সোসাইটির সদস্য হবে এবং সদস্যরা কি কি সুবিধা পায় এসব বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইনে নিরাপদ থাকতে হলে সবার আগে দরকার সচেতনতা। আমাদের অসচেতনতার জন্য শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানি বা সমস্যার সম্মুখিন হই। অনলাইনে কোন কিছু একবার পোস্ট হলে তা আপনি মুছে দিলেও, সাইবার জগতে এটি কোন কোন ভাবে থেকে যাবে। ফলে অনলাইনে সকল প্রকার কার্যক্রম করার পূর্বে ভেবে চিন্তে করা উচিত।
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের এ আয়োজনে সহযোগি হিসাবে ছিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি।

Share This:

*

*