বাংলাদেশী রোগীদের স্বাস্থ্যসেবার জন্য অন্যতম প্রধান গন্তব্যস্থান সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সবচেয়ে নতুন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফারার পার্ক হসপিটালস (এফপিএইচ) বাংলাদেশে তাদের ঢাকা অফিসের আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছে। ২৯ এপ্রিল, ২০১৭ রাতেঢাকা ক্লাবে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী রোগীদের সুবিধার্থে এই হাসপাতালের ঢাকা অফিসের উদ্বোধন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ফারার পার্ক হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত অতিথিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের স্লোগান ছিলো ‘হেলদি হার্ট হেলদি ইউ’। ফারার পার্কের ঢাকা অফিস রোগী এবং ভিজিটরদের ভিসা প্রোসেসিং, টিকেটিং এবং হোটেল বুকিং সেবা প্রদান করবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা ক্লাবের সেক্রেটারি এবং সিইও কমান্ডার (অব.)জহিরুল আলিম। এই অনুষ্ঠানে ঢাকা ক্লাব এবং ফারার পার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ঢাকা ক্লাবের সদস্যরা সিঙ্গাপুরে ফারার পার্ক হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পাবেন বিশেষ মূল্য ছাড়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাসপাতালের একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়। ফারার পার্কের তিন জন বিশেষজ্ঞ বাংলাদেশেী রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন। ফারার পার্ক হসপিটালের রুথ কাম হার্ট এবং অ্যারেথমিয়া ক্লিনিকের ডা. রুথ কাম ‘নিউ অ্যাডভান্সেস ইন কার্ডিয়াক ইমপ্ল্যান্টেবল ইলেকট্রনিক ডিভাইস’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। সিএইচ লিম থোরাসিস কার্ডিওভাসকুলার সার্জারি-এর ডা. লিম চঙ্গ হি ‘মিনিমাম সার্জারি-কারেন্ট স্ট্যাটাস’ বিষয়ে কথা বলেন। প্রতিটি সেশনের শেষে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন হাসপাতালের হার্ট ক্লিনিকের ডা. ফিলিপ কোহ। নৈশভোজ এবং সকলের মধ্যে পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে র্যাফল ড্রো-এর মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচন করা, তাদের জন্য কিছু আকর্ষণীয় হেলথ প্যাকেজ দেওয়া হয়। ফারার পার্ক হাসপাতালের সিনিয়র ম্যানেজার লিউইস এনজি বলেন, “বাংলাদেশী রোগীদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ করে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে যারা বিভিন্ন বিষয়ের ওপর অভিজ্ঞ। আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে ইচ্ছুক রোগীরা নিশ্চয় ফারার পার্কের সেরা মানের সেবা পাবেন”।