বাংলাদেশে ‘এফিশেন্ট আইপি’ ব্রান্ডের সেবা দিবে স্মার্ট টেকনোলজিস

বিশ্বখ্যাত ডিডিআই (DDI) সিকিউরিটি প্রোভাইডার ব্রান্ড এফিশেন্ট আইপি এর সাথে ডিস্ট্রিবিউশন চুক্তি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। এই চুক্তির মাধ্যমে আইটি চ্যানেল পার্টনারগন ডিজিটাল পরিবর্তনের সাথে নিজেদের বিকাশ ঘটাতে সক্ষম হবে। তাছাড়াও, এর মাধ্যমে পার্টনারদের নতুন ব্যবসায় এবং আয়ের সম্ভাবনা সৃষ্টি হবে। ফলে, তারা বৈচিত্র্যময় পন্য ও সেবার মধ্য থেকে কাস্টমার সার্ভিস, এবং রিসেল করার সুযোগ পাবেন।

এ চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমরা সবসময়ই আমাদের চ্যানেল পার্টনার এবং কাস্টমারদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি পন্য ও সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি। আমরা আশা করছি, আইএসপি, ব্যাংকিং এবং টেলিকম সার্ভিস প্রোভাইডারগণ এফিশেন্ট আইপি সেবাগুলো গ্রহন করে নিজেদের আরো বেশি সুরক্ষিত রাখতে পারবেন।

স্মার্ট টেকনোলজিস এফিশেন্ট আইপি এর যেসব সেবা প্রদান করবে সেগুলো হচ্ছে, ডিএনএস (DNS) সিকিউরিটি, ডিএইচসিপি (DHCP) সিকিউরিটি এবং আইপি এড্রেস ম্যানেজমেন্ট।

Share This:

*

*