বাংলাদেশে আসছে পরিবার গড়তে আগ্রহী নারী রোবট সোফিয়া

সময়ের বহুল আলোচিত নারী রোবট সোফিয়া দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে আসছেন।  হংকংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘হ্যানসন রোবোটিক্স’-এর তৈরি সোফিয়া তার নির্মাতা ডেভিড হানসন কে নিয়ে ৫ ডিসেম্বর রাতে একদিনের সফরে বাংলাদেশে আসছেন।  ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে অবস্থান করবেন সোফিয়া এবং উপস্থিত দর্শনার্থীদের সাথে মেতে উঠবেন আলাপচারিতায়।  ২০১৫ সালে সবার সম্মুখে আসা সোফিয়াকে সম্প্রতি সৌদি আরব নাগরিকত্বের মর্যাদা দেয়।  তার পরপরই হটকেকে পরিণত হয় সোফিয়া।  গত সপ্তাহে ইউএনডিপি সোফিয়াকে বিশ্বের প্রথম নন-হিউম্যান ইনোভেশন চ্যাম্পিয়ন হিসেবেও ঘোষণা করে।  সম্প্রতি সোফিয়া সন্তান নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

Share This:

*

*