পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে ‘স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড’ বাজারে এনেছে জেলটা এফ১৭ মডেলের বহু সুবিধার সাশ্রয়ী ফোন। অত্যান্ত আকষর্ণীয় ডিজাইনের এই ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপে, ৩২ মেগা রম+৩২ মেগা র্যাম, ১৬ জিবি পর্যন্ত মেমোরি সুবিধা। ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ১৪৫০ মিলিঅ্যাম্পায়ারের। হ্যান্ডসেটটির টক টাইম ১১ ঘন্টা এবং স্ট্যান্ডবাই টকটাইম ২৩০ ঘন্টা। এতে ওয়্যারলেস এফএম, ভিডিও এবং কল রেকর্ডার, এমিপিথ্রি, এমপিফোর, ব–টুথ, ভাইব্রেটর, জিপিআরএস, টর্চ প্রভৃতি অপশন রয়েছে। এক বছরের ওয়ারেন্টিসহ ধুসর, রঙ্গিন, সোনালী ও লাল রঙের সাশ্রয়ী মুল্যের এ হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে সারা দেশে। বিস্তারিত : ০৯৬১১৮০৮০৮০