আসছে ১২ জুন দ্বিতীয়বারের মতো টেলিকম অপারেটরদের সেবার মান নিয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (রমনা) এ বেলা ১১ টায় এই গণশুনানি অনুষ্ঠিত হবে। এক কথায় বলতে গেলে এটি মুলত সাধারণ জনগণের মত প্রকাশের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে তারা বিভিন্ন টেলিকম অপারেটরদের ইন্টারনেট ব্যবহারের প্যাকেজ ও এর মুল্য, ভয়েস কল, কল ড্রপ ইত্যাদি বিষয়ে বিটিআরসির কাছে মতামত ও অভিযোগ জানাবেন।
গণশুনানিতে অংশ গ্রহন করতে চাইলে ৩ জুনের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে http://www.btrc.gov.bd/registration-form এই ঠিকানায়। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থা, মোবাইল ফোন ব্যবহারকারী, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিরাও এতে অংশ নিতে পারবেন। রেজিষ্ট্রেশনের পর পরই একটি কনফার্ম মেইল যাবে ঐ ব্যক্তির ই-মেইলে। গণশুনানির দিন মেইলটির প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে শুনানি কক্ষে প্রবেশ করতে হবে।