বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদির আল-রাজি গ্রুপ

সৌদি আরবের আল-রাজি গ্রুপের সাথে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের একটি আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বিনিয়োগের সম্ভাব্যতাসহ অন্যান্য প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন। সৌদি আরবের আল-রাজি গ্রুপের পক্ষে জেনারেল ম্যানেজার ইউসুফ রাজি আলোচনায় অংশগ্রহণ করেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ আলোচনা সভায় উপিস্থিত ছিলেন।

আলোচনার শুরুতেই কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্প এর প্রকল্প পরিচালক জনাব এ এন এম সফিকুল ইসলাম প্রকল্পের সামগ্রিক দিক নিয়ে একটি প্রেজেন্টেশন দেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং অন্যান্য প্রকল্পের পরিচালকগণ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায়  আল-রাজি গ্রুপকে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে নির্মাণাধীন ফোর টায়ার ডাটা সেন্টার এর বিপরীত দিকে জায়গা বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি আল-রাজি গ্রুপকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন এবং সব রকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। আল-রাজি গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব ইউসুফ রাজি আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

Share This:

*

*