বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করলেন – শেখ হাসিনা

রাজধানীর সোনারগাঁ হোটেলে আজ বুধবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে  ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপনের ০৬ মাস পর তার দায়িত্ব বুঝে নেয়। ইতিমধ্যে দেশের আর্থিক লাভবান হবার অঙ্কটিও কষে নিয়েছে কোম্পানিটি। স্যাটেলাইটটি ব্যবহারের ফলে বছরে আয় হবে প্রায় ১০০ কোটি টাকা।

উৎক্ষেপনের পর ঠিক দেড় বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করছে দেশের সব টেলিভিশন চ্যানেল। দেশীয় চ্যানেলগুলোর জন্য প্রতি মাসে স্যাটেলাইটের ভাড়া ২৮১৭ ডলার । স্যাটেলাইটের মাধ্যমে আয় বাড়াতে ফিলিপাইন, নেপালসহ কাভারেজ আওতায় আসা দেশগুলোর সাথেওে যোগাযোগ অব্যহৃত রেখেছে বিসিএসসিএল।

 

 

 

 

 

 

 

Share This:

*

*