হুয়াওয়ে ফোন কিনে বিনামূল্যে থাইল্যান্ড যাওয়ার টিকিটসহ আকর্ষণীয় অফার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ‘ফ্লাই টু থাই’ ক্যাম্পেইনের আওতায় প্রতিটি মডেলের হ্যান্ডসেট ক্রয়ে বিভিন্ন অফার আনল প্রতিষ্ঠানটি।
পহেলা এপ্রিল, শুক্রবার থেকে যেকোনো মডেলের হ্যান্ডসেট কিনে প্রতিদিন একজন ক্রেতা লটারির মাধ্যমে পাবেন থাইল্যান্ড যাওয়ার টিকিট, দু’জন পাবেন হুয়াওয়ে ট্যাব এবং ১০জন পাবেন হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। এছাড়া প্রতিটি ক্রেতা ১০ হাজার টাকা বা তার চেয়ে বেশি দামের হ্যান্ডসেট কিনলেই উপহার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় টি-শার্ট। অফারটি পুরো একমাস জুড়ে চলবে।
স্মার্টফোন বাজারের দ্রুত বিস্তারের কারণে হুয়াওয়ে দিচ্ছে সবার জন্য আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন সবচেয়ে উপযোগী ফোন। বর্তমানে বিশ্বে দ্রুতগতিতে বিকাশমান একটি ব্র্যান্ড হুয়াওয়ে। গত ২০১৫ সালে সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানী করে প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। এদেশের বিভিন্ন বয়সীদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কয়েকটি আধুনিক ডিভাইস ইতিমধ্যে বাজারে ছেড়েছে হুয়াওয়ে।
বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের সহজে ও স্বাচ্ছন্দে ব্যবহারের জন্য নিত্য-নতুন ডিভাইস তৈরি নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করছি। ডিভাইস ক্রয় করে থাইল্যান্ড যাওয়ার টিকিট, ট্যাব ও পাওয়ার ব্যাংক জেতার সুযোগ তরুণ প্রজন্মসহ সবার কাছেই আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হবে বলে মনে করি আমরা। ক্রেতাদের জন্য সবসময় নতুন কিছু করার প্রয়াস আমাদের সবসময় থাকবে বলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং।
যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ সারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে হুয়াওয়ে-এর ‘ফ্লাই টু থাই’ অফারে ক্রেতারা অংশ গ্রহন করতে পারবেন।