ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালে মেরিটাইম ভিস্যাট

রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ভাসমান জাহাজে মেরিটাইম ভিস্যাট যৌথভাবে উদ্বোধনের ঘোষনা দিলো বেসরকারী সংস্থা ফ্রেন্ডশিপ এবং ল্যুক্সেমবার্গ ভিত্তিক কৃত্রিম উপগ্রহ অপারেটর সোসাইটি ইউরোপিয়ার ডি স্যাটেলাইট (এসইএস)। স্কয়ার ইনফরম্যাটিক্স লিমিটেডের কারিগরি সহয়তায় ভাসমান লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটাল, এমিরেটস ফ্রেন্ডশিপ হসপিটাল ও রংধনু ফ্রেন্ডশিপ হসপিটালে মেরিটাইম ভিস্যাট স্থাপন করা হবে। ল্যুক্সেমবার্গ সরকারের সহযোগিতায় ও সোসাইটি ইউরোপিয়ান ডি স্যাটেলাইট (এসইএস) কর্তৃক প্রবর্তিত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ই-স্বাস্থ্যসেবা প­্যাটফর্ম স্যাটমেড প্রকল্প উন্নয়নে ২০১৪ সালের মে মাসে ফ্রেন্ডশিপ হসপিটাল এসইএস এর সাথে যুক্ত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক র“না খান , এসইএস এর গর্ভামেন্ট সলিউশন ডিপে­ায়মেন্ট এস সিনিয়র বিশে­ষক মারিয়া মাতিও ইবোরা , ফ্রেন্ডশিপ ল্যুক্সেমবার্গ এর চেয়্যারমান মার্ক ইনভিলজার এবং ফ্রেন্ডশিপ এর এমআইএস এর টিম লিডার সুব্রত কুমার মন্ডল। স্যাটমেড প্রকল্প বাস্তবায়নে সরকার, বেসরকারী খাত ও এসজিওএর মাঝে প্রকৃত অংশীদারিত্বের একটি অনন্য উদাহরন বলেন রুনা খান। স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে ভাসমান হাসপাতালের অভিনব ধারনা নিয়ে যাত্রা শুরু করে ফ্রেন্ডশিপ। বর্তমানে প্রতিমাসে ফ্রেন্ডশিপ ৫০০০০০ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান ছাড়াও শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং সংস্কৃতি সংরক্ষনে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন পারস্পরিক আস্থা  ও সহযোগিতাপূর্ণ অভিনব পদক্ষেপই নিশ্চিত করতে পারে সুবিধাভোগীদের আরো কার্যকরভাবে সেবা পৌছে দেওয়ার বিষয়টি। সম্মেলনে মারিয়া মাতিও ইবোরা বলেন স্যাটমেড একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ সমাধান যার লক্ষ্য উদীয়মান ও উন্নয়নশীল  দেশগুলোর জন স্বাস্থ্য উন্নয়ন করা। বিশেষ করে প্রত্যন্ত, দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই মেরিটাইম ভিস্যাট স্থাপন হচ্ছে। স্যাটমেড প­্যাটফরমের সরঞ্জাম ও সেবা বাস্তবায়নের পর ভাসমান হাসপাতাল জাহাজগুলোতে ই-কেয়ার, ই-লার্ণিং, ই-পর্যবেক্ষন, ই-স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল ইমেজিং ক্ষেত্রে সহজে কাজ করতে সক্ষম হবে বলেন মারিয়া মাতিও ইবোরা। তিনি আরো বলেন-বাংলাদেশের প্রত্যন্ত চর এলাকায় বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠির কাছে স্বাস্থ্য সেবা আরো সহজে পৌঁছে দিতে ই-হেলথ ফ্রেন্ডশিপকে আরো দক্ষ ও কার্যকর করবে। আগমাী ১-৫ মার্চ ২০১৬ তে ভিস্যাট স্থাপন চলাকালীন সময়ে ২ মার্চ স্যাটমেড এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

Share This:

*

*