মজার ভিডিও তৈরি করে তা ফেসবুকে পোস্ট দিয়ে জিতে নিতে পারেন পুরস্কার। দেশের অন্যতম পরিচিত ব্র্যান্ড ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেড এ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইফাদের পানির বোতল ফ্লিপ করার ভিডিও তৈরি করতে হবে এবং #IfadEggy দিয়ে তা আপলোড করতে হবে।
ইফাদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেবে ইফাদ।সবার জন্য উন্মুক্ত প্রতিযোগিতাটি। স্মার্টফোন দিয়ে তৈরি ভিডিও আপলোড করা যাবে। ইতিমধ্যে অনেকেই ভিডিও আপলোড করেছেন।বিষয়টি নিয়ে ইউটিউব তারকা সালমান মুক্তাদির ভিডিও তৈরি করে পোস্ট করেছেন।
ইফাদ কর্তৃপক্ষের ভাষ্য, ইফাদ বহু বছর ধরে মানসম্মত পণ্যের জন্য বিখ্যাত। এই কারণে এটি সব বয়সের মানুষের মধ্যে জনপ্রিয়। ফ্লিপ বোতল চ্যালেঞ্জ ইফাদকে এক ধরণের মজাদার পরিচয় দিয়েছে। ইফাদের এই পদক্ষেপ অবশ্যই তরুণদের মন জয় করতে সক্ষম হবে।
The Video Link: https://www.youtube.com/watch?v=UYRfEF_2wZE