ফেসবুকে বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগ চাই – মোস্তাফা জব্বার

গতকাল বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুক প্রতিনিধিরা বৈঠকে বসেন এবং বাংলাদেশের নীয়মনীতি মেনে স্থানীয় প্রতিনিধি নিয়োগের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন , ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক, বিটিসিএল মহাপরিচালক ইকবাল মাহমুদ, টেলিকম অধিদফতরের মহাপরিচালক মো. মহসিনুল আলম, আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয়ক পরিচালক তারেক এম বরকত উল্লাহ এবং সাইবার থ্রেট ডিটেকশন প্রকল্পের পরিচালক মো. রফিকুল মতিনসহ ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, এনবিআর, এনটিএমসি এবং এসবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। তারা সবাই ডিজিটাল নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্বসহকারে তুলে ধরেন।

মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশের আইন মেনে এদেশের জনগণকে ফেসবুক ব্যবহারের সর্বোচ্চ সুবিধা দিতে হবে। এবং নানান অপকর্মগুলো  (পর্নোগ্রাফি, সন্ত্রাস-নৈরাজ্য, গুজব রটানো, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচার ইত্যাদি) দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মন্ত্রী বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগে ফেসবুকের প্রতি জোর দাবি তুলেন।

৪ ঘন্টার এই বৈঠকে ফেসবুকের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির হেড অব সেফটি বিক্রম সেনগ। তিনি মন্ত্রীকে দেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করেন। ফেসবুকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বনি রানা, শিবনাথ থাকরাল, পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি, সুমন্ত বিশ্বাস, প্রোডাক্ট লেভেল ট্রান্সলেটর টবি ফারনাল, পাবলিক পলিসি ম্যানেজার রিসাব দারা, স্ট্র্যাটেজি ম্যানেজার ম্যাট স্যানসেন এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরম ইকবাল।

বৈঠকে ফেসবুকের আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির হেড অব সেফটি বিক্রম সেনগ। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বনি রানা, শিবনাথ থাকরাল, পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি, সুমন্ত বিশ্বাস, প্রোডাক্ট লেভেল ট্রান্সলেটর টবি ফারনাল, পাবলিক পলিসি ম্যানেজার রিসাব দারা, স্ট্র্যাটেজি ম্যানেজার ম্যাট স্যানসেন এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরম ইকবাল।

Share This:

*

*