ফেসবুকে বাংলাদেশ

আজ মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হবে সন্ধ্যায়। খেলার আগেই আপনি ফেসবুক প্রোফাইল ছবির সঙ্গে বাংলাদেশ ও বিসিবির লোগো যুক্ত করে নিতে পারেন। বাংলাদেশ দলকে সমর্থন করতে এই লোগো পরিবর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল পেজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ (https://www.facebook.com/bcbtigercricket/)  থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ‘গেম ফেইস ব্যানার’ ব্যবহারের আহ্বান জানায় বিসিবি। বিবিসির ওই আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ ইতিমধ্যেই তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করছেন।
ব্যানারটি ব্যবহার করার জন্য কোনো ফেসবুক ব্যবহারকারী বিসিবির নির্ধারিত পোস্টের লিংকে ক্লিক করলে তার সর্বশেষ যে প্রোফাইল পিকচারটি আছে সেটির নিচের অংশে বিসিবির মনোগ্রাম এবং একপাশে বাংলায় ‘বাংলাদেশ’ লেখা দেখাবে।
যেভাবে প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন:
ফেসবুকেবাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ (https://www.facebook.com/bcbtigercricket/)  পেজটিতে যান। সেখানে ব্যানার পোস্ট হিসেবে ‘গেম ফেইস ব্যানার’ ব্যবহার সংক্রান্ত একটি পোস্ট আছে। বাংলাদেশ দলের ছবিটির নিচে ডান দিকের কোনায় ‘ট্রাই ইট’ নামের একটি বাটন আছে। ওই বাটনে ক্লিক করলে কাস্টোমাইজ ইয়োর প্রোফাইল পিকচার নামের একটি অপশন পাবেন। এখান থেকে আপনার পছন্দের প্রোফাইল পিকচার নির্বাচন করে দিলে প্রোফাইল পরিবর্তনটি দেখতে পাবেন ।

Share This:

*

*