তাঁতশিল্পে সিরাজগঞ্জের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। এখানকার তাঁতে তৈরি পণ্যসামগ্রী বিদেশেও রপ্তানি হয়। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত পণ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘দেশিমেড’ নামের একটি ফেইসবুক ভিত্তিক অনলাইন শপ (www.facebook.com/deshimade)। দেশিমেড-এর ফেইসবুক পেইজে শাড়ি, লুঙ্গি, গামছা শপিংমল থেকেও কম দামে কিনতে পারবেন।
দেশিমেড-এর কর্নধার রেজাউল করিম বলেন, ছোটবেলা থেকেই আমরা শাড়ি-লুঙ্গি উৎপাদনের সাথে জড়িত। আমরা দেখেছি, বড় বড় শপিংমলের দোকানগুলোতে আমাদের সিরাজগঞ্জের শাড়ি, লুঙ্গি, গামছা দ্বিগুণ দামে বিক্রি হয়। তাই ক্রেতারা যাতে সুলভমূল্যে সিরাজগঞ্জের তাঁত পণ্য কিনতে পারেন, সেজন্য আমরা ফেইসবুক ভিত্তিক এই অনলাইন শপ চালু করেছি। সিরাজগঞ্জ থেকেই দেশের সবার কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছানোর উদ্যোগ নিয়েছি।
দেশিমেড-এর ফেইসবুক পেইজ থেকে পণ্য পছন্দ করে মেসেজ কিংবা 01761489359নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। অর্ডার দেয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে তারা পণ্য পৌঁছে দিয়ে থাকে। ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে এসএ পরিবহনের মাধ্যমে সরবরাহ দেয়। আর দাম পরিশোধের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতেও (পণ্য হাতে পেয়ে দাম পরিশোধ) দিতে পারবেন। পণ্য দেখে দাম পরিশোধ করায় প্রতারনা সম্ভাবনা একদমই নেই।