তারহীন প্রযুক্তিতে নান্দনিক নকশার সমন্বয়ে তৈরি প্রোলিংক এর শিল্পিত মাউস দেশের বাজারে পরিবেশন করেছে টেক রিপাবলিকলিমিটেড। পিএমডব্লিউ ৫০০৭ মডেলের এই সিরিজে রয়েছে ৫টি ভিন্ন রং ও নজর কাড়া নকশা। মাউসগুলো দিয়ে ১০ মিটারের মধ্যে স্বাচ্ছন্দে কাজ করা যায়। মাউসের সঙ্গে থাকা ন্যানো ইউএসবি রিসিভারটি যেন হারিয়ে না যায় সে জন্য মাউসের ভেতরের রয়েছে এটি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা।২.৪ গিগাহার্ডজ গতির হাইপার ফাস্ট স্ক্রলিং সুবিধা ছাড়াও মাউসগুলোতে রয়েছে পাওয়ার সেভিং মুড। ফলে একটি ব্যাটারিতে টানা এক বছর চলে। দাম ৭৭৫ টাকা। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।