ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কম ঈদুল আযহা উপলক্ষে দিচ্ছে নিশ্চিত উপহার। ৫-৭ সেপ্টেম্বরের মধ্যে যেকোনও মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা এ উপহার পাবেন। প্রিয়শপ ডট কম সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকে।
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, কার্ড কিংবা ব্যাংক ডিপোজিটের মাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। ঈদ অফারের আওতায় গজ কাপড়ে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে দিচ্ছে । এছাড়া রয়েছে ২ গজ কিনলে ২ গজ ফ্রি অফার। প্রিয়শপে ১৫০ টাকায় গজ কাপড় বিক্রি হচ্ছে। বর্তমান তরুণদের অন্যতম পছন্দের পণ্য ঘড়িতে থাকছে ৬০ শতাংশ ছাড়। অন্যদিকে পাঞ্জাবীতে ২০ শতাংশ, টি-শার্টে ৭০ শতাংশ, পোলো টি-শার্টে ৫০ শতাংশ এবং শার্টে ২৫ শতাংশ ছাড় রয়েছে।
মেয়েদের অরিজিনাল সালোয়ার কামিজে রয়েছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। জুয়েলারি এবং ফ্যাশন অনুষঙ্গ ২০ শতাংশ ছাড়ে পাবেন। এছাড়া হোম অ্যাপলায়েন্সের পণ্য কিনলে সঙ্গে থাকছে আরেকটি পণ্য ফ্রি। তাই একবার ঢুঁ মেরে দেখতে পারেন প্রিয়শপে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.priyoshop.com সাইটে।