প্রাভার ফ্যামিলি হেলথ সেন্টারের উদ্বোধন

বনানীতে প্রাভা হেলথের প্রথম ফ্যামিলি হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাভার প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিলভানা কিউ সিনহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও, অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অ্যাকমি ল্যাবরেটরিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.জাবিল রহমান সিনহা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডিওয়ার্নার এবং টুইটারের সাবেক প্রধান বিজ্ঞানী ড.আবদুর চৌধুরী।

সিলভানা কিউ সিনহা বলেন, সঠিক ও পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাওয়া মানুষ হিসেবে আমাদের মৌলিক অধিকার। প্রতিটি রোগীর যত্ন সম্মানের সাথে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। আমার নিজের অভিজ্ঞতাই আমাকে এমন একটি ফ্যামিলি হেলথ সেন্টারের চিন্তা করতে বাধ্য করেছে যেখানে চিকিৎসক ও রোগীর মধ্যে পেশাদারিত্ব, দক্ষতা ও আস্থার সম্পর্ক থাকবে। কৃত্রিম অভিজ্ঞতা, স্মার্ট ডিজাইন ও বায়ো টেকনোলজির ওপর গড়ে উঠবে ভবিষ্যতের স্বাস্থ্যসেবা। এক্ষেত্রে, প্রাভা প্রযুক্তি ব্যবহার করে রোগীর আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিৎকরতে এবং চিকিৎসা প্রাপ্যতার সুযোগের উন্নয়নের পরিকল্পনা করছে। যা বাংলাদেশিদের জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। প্রযুক্তি ডাক্তারের অবস্থা নিয়ে নিতে পারবে না কিন্তু প্রযুক্তি আপনার এবং আপনার পরিচর্যা টিমের সুস্বাস্থ্য বজায় রাখতে ব্যবস্থাগত পরিচালনায় সহায়তা করবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রাভাসহ যেসব উদ্যোক্তা স্বাস্থ্য খাতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে আমিতাদের ধন্যবাদ জানাই। এছাড়াও, বাংলাদেশ অন্তর্ভুক্তির দিকে যাচ্ছে। এক্ষেত্রে, নারী নেতৃতে প্রাভা যে অনন্য নজির স্থাপন করেছে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রাভা যুক্তরাষ্ট্র ও দেশের বাইরে ডাক্তারদের যুক্ত করেছে। আমিতাদের এ উদ্যোগ নিয়ে বিশেষ ভাবে রোমাঞ্চিত।

বনানীর প্রাভা হেলথ কেয়ার সেন্টার প্রথম কোনো হেলথ সেন্টার যেখানে পারিবারিক ডাক্তারের সাথে পরামর্শের সুযোগের পাশাপাশি ল্যাব ও ইমেজিং সহ বিস্তৃত পরিসীমার ডায়াগনোস্টিক সেবা রয়েছে। মাইক্রোসফট বাংলাদেশের বিজস্পার্ক পার্টনার প্রাভা প্রযুক্তির মাধ্যমে রোগীর আরওউন্নত সেবা নিশ্চিত করছে। বিশেষ করে প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে ফ্যামিলি মেডিসিন ধারণা, বিশেষ করে পারিবারিক ডাক্তারের প্রচলনকরেছে। প্রাভা বাংলাদেশেরস র্বপ্রথম মলিকুলার ক্যান্সার ডায়াগনোস্টিক (পলিমারেজচেইনরিঅ্যাকশন- পিসিআর) ল্যাবযাস্তন, সার্ভিকাল, কলোরেক্টাল ও ফুসফুস ক্যান্সার চিকিৎসা সেবাদানের পাশাপাশি, ইলেকট্রনিকহেলথ রেকর্ডস (ইএইচআর) সুবিধা সহ দেশের প্রথম হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) সংযুক্ত হাসপাতাল। এর পাশাপাশি, প্রাভাতে রোগীর জন্য অনলাইনে ও ফোনের অ্যাপ পোর্টালসুবিধারয়েছে।

Share This:

*

*