বাংলাদেশে টোটোলিংকের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটির (আইডিবি ভবনে) ক্রেতাদের জন্য রাউটার ফেস্টিবাল শীর্ষক আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে। সেই অফারের আওতায় টোটোলিংকের রাউটার কিনে এক সৌভাগ্যবান ক্রেতা জিতে নিলেন একটি স্মার্টফোন। ২১শে জানুয়ারি এক সৌভাগ্যবান ক্রেতা টোটোলিংক রাউটার কিনে পান একটি স্ক্র্যাচ কার্ড এবং সেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে তিনি জিতে নেন একটি আকর্ষণীয় স্মার্টফোন। ক্রেতার হাতে পুরষ্কারটি তুলে দেন জেনারেল ম্যানেজার কামরুজ্জামান । এছাড়াও এই অফারের আওতায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন বাইসাইকেল, স্মার্টফোন , হার্ডড্রাইভ, পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক, ইয়ারফোন, পেনড্রাইভ, স্পিকার এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার । টোটোলিংক রাউটার ফেসটিভ্যাল” অফারটি ৩১-শে জানুয়ারী ২০১৬ পর্যন্ত শুধুমাত্র বিসিএস কম্পিউটার সিটি, আইডিবির জন্য কার্যকর থাকবে।