প্রথমবাররে মতো তাইওয়ানের তাইপে শহরে অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওর্য়াডে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরশেন সার্ভিসেস এর উদ্দ্যেগে অংশ নিচ্ছে বাংলাদশে। | এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানাতে বৃহস্পতিবার বেসিস মিলনায়তনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার, জেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান ও পরিচালক উত্তম কুমার পাল সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা)। ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র সংগঠন হিসেবে বেসিস অ্যাপিকটার সদস্যপদ লাভ করে। এই অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি অ্যাপিকটা সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে। আগামী ২ থেকে ৫ ডিসেম্বর ২০১৬ তাইওয়ানের তাইপে শহরে এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আজ রাতেই অ্যাপটিকা অ্যাওয়ার্ডে অংশ গ্রহণ করার জন্য বেসিস নির্বাচিত দল তাইওয়ান যাচ্ছে।এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ড (অ্যাপিকটা অ্যাওয়ার্ড) একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতা, যা অ্যাপিকটা দ্বারা পরিচালিত এবং ১৭ টি অর্থনীতি অঞ্চলের সদস্য নিয়ে অ্যাপিকটা গঠিত। তিনি আরও বলেন, এবছর মোট ১১ টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আমরা আশা করছি প্রথমবারের মতো অংশগ্রহণ করেই আমরা কিছু পুরস্কার আমাদের ঘরে আনতে পারবো এবং এবারে অ্যাপিকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৭ সালে বাংলাদেশে অ্যাপিকটা অ্যাওয়ার্ড আয়োজনের জন্য আবেদন করা হবে।বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ এবারের আয়োজন সম্পর্কে অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বেসিসেরে প্রস্তুুতির বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। সম্মেলনে আরো জানানো হয় এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে বেসিস কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোস্তাফা জব্বার, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং সাবেক কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ উপস্থিত থাকবেন। ইকোনমি কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন বেসিসের পরিচালক উত্তম কুমার পাল। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, অ্যাসোসিওর সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ এইচ কাফিসহ একটি প্রতিনিধিদল এই প্রতিযোগিতায় অংশ নেবেন।