প্রতি ঘন্টায় নকিয়া ফোন জিতুন

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড এই গ্রীষ্মে স্প্রাইটের ভোক্তাদের জন্য নিয়ে এলো নতুন ও আকর্ষণীয় আন্ডার দ্য ক্রাউন ক্যাম্পেইন। আসন্ন গরম ও আর্দ্র গ্রীষ্মকালে বাংলাদেশের ভোক্তাদের জন্য তাদের প্রিয় আত্মবিশ্বাসী ও তীব্র সতেজ লেমন স্বাদের কোমলপানীয় স্প্রাইট পান করে প্রতি ঘন্টায় নতুন নতুন নকিয়া ফোন জেতার সুযোগ এসেছে এবার।  রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরা হয়। কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাদাব খান, ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এর ম্যানেজিং ডিরেক্টর তাপস কুমার মন্ডল, আব্দুল মোনেম লিমিটেড-বেভারেজ ইউনিটের সিইও রবার্ট ওয়েস্ট, ফারহান রশিদ, হেড অব বিজনেস, নকিয়া সহ কোকা-কোলার উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন চলাকালে ভোক্তারা স্প্রাইটের বোতল খুললেই ক্যাপের নিচে পাচ্ছেন একটি ইউনিক কোড নাম্বার। কোড নাম্বারটি এসএমস করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর দিতে হবে সহজ তিনটি প্রশ্নের। আর সুযোগ এসে যাবে আকর্ষনীয় সব নকিয়া ফোন জেতার সুযোগ। ‘স্প্রাইট ঘন্টায় ঘন্টায় নকিয়া ফোন’ ৫০ দিনের এই ক্যাম্পেইনে ভোক্তাদের জন্য থাকছে ২৯৪০টি নকিয়া ফোন জিতে নেওয়ার সুযোগ।

ক্যাম্পেইনে অংশ নিতে অংশগ্রহনকারীদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেকোনো পিইটি প্যাকের স্প্রাইটের পানীয় এর বোতল খুললেই ক্যাপের নিচে পাচ্ছেন একটি ইউনিক কোড নাম্বার। ১০ ডিজিটের এই কোড নাম্বারটি ২০১০ নাম্বারে পাঠাতে হবে। সঠিক ও বৈধ ইউনিক কোডটি পাঠানোর পর ভোক্তারা ভয়েস কল গ্রহণ করবেন। মোবাইলের বাটন টিপে তিনটি নৈর্ব্যক্তিকপ্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সকল উত্তর সঠিক হলে অংশগ্রহণকারীর সুযোগ থাকবে নকিয়ার ব্র্যান্ড নিউ হ্যান্ডসেট জেতার।প্রতি ঘন্টায় দ্রুততম সময়ে উত্তরদাতা হবেনসেই ঘন্টার পুরস্কার বিজয়ী।

১৫ মার্চ ২০১৮ থেকে ২ মে ২০১৮ সময় পর্যন্ত ক্যাম্পেইন চলবে। প্রতিদিন ক্যাম্পেইনে অংশগ্রহনের সময় কাল হবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। শুধুমাত্র পিইটি বোতলের স্প্রাইটই ও কোকা-কোলা কোম্পানীর অন্যান্য পন্য এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বিবেচিত হবে। ইউনিক কোডটি ক্যাম্পেইনের সময়কালের আগে ব্যবহৃত হয়ে থাকলেও পরবর্তীতে ক্যাম্পেইনে সময়কালে এর বৈধতা থাকবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্প্রাইট পান করার মাধ্যমে প্রতি সপ্তাহে একটি নকিয়া ৮ ফোনজিতবেন ভাগ্যবান বিজয়ীরা। এই সময় স্প্রাইট পান করে প্রতি ঘন্টায় ৫ টি নকিয়া ৩৩১০ থ্রিজি ফোন রয়েছে বিজয়ী গ্রাহকদের জন্যে।

সংবাদ সম্মেলনে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাদাব খান বলেন, ‘ভোক্তাদেরকে সবসময়ই আমরা বেশি কিছু দেয়ার চেষ্টা করি। আমরা আমাদের প্রিয় ভোক্তাদেরআকর্ষণীয় ও স্মরণীয় কিছু দিতে এই প্রচারণা নিয়ে এসেছি। এই ক্যাম্পেইনের অধীনে আমাদের ভোক্তারা তাদের প্রিয় লাইম ও লেমন স্বাদের কোমলপানীয় পান করে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতি ঘন্টায় নতুন নকিয়া ফোন জেতার আকর্ষণীয় সুযোগ পাবেন। আমি নিশ্চিত, লেমন স্বাদের স্প্রাইটে পণ্য এবং রোমাঞ্চকর পূর্ণ ইউটিসি ক্যাম্পেইন গরমের তাপকে পরাজিত করবে এবং গরমকে করবে সতেজময়।’

Share This:

*

*