বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর সমাপনী অনুষ্ঠানের এওয়ার্ড নাইট পর্বে, বাংলাদেশের ই-কমার্স খাতে অবদানের জন্য সম্মানজনক পুরস্কার পেয়েছে বাংলাদেশের লাইফস্টাইল ভিত্তিক শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডট কম। গত ২১শে অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাগডুম ডট কম এর সিইও, সৈয়দা কামরুন আহমেদ এর হাতে পুরস্কারটি তুলে দেন।
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব উপমন্ত্রী, ডা্. খালিদ আবুতাইরি, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লায়নপ ডিএন ডুনগয়াল ও নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী সুরেন্দ্র কুমার কারকি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার।
বাগডুম ডট কম এর সিইও, সৈয়দা কামরুন আহমেদ বলেন, “এই অর্জন আমরা আমাদের সকল ক্রেতা ও ই-স্টোর পার্টনারদের উৎসর্গ করছি। একমাত্র তাদের আস্থা, সমর্থন ও ভালবাসা বাগডুম ডট কম কে এই উচ্চতায় নিয়ে এসেছে। দেশের ই-কমার্সে অবদানের জন্য এই অর্জন দেশে আরও নতুন নতুন ই-কমার্স উদ্যোক্তা তৈরি করতে এবং ই-কমার্সকে দেশের সকল শহর ও গ্রামে ছড়িয়ে দিতে উৎসাহ যোগাবে।”