ইউরোপিয়ান ইমেজ এ্যান্ড সাউন্ড এসোসিয়েশন (ইআইএসএ)-এর পরিচালনায় আয়োজিত ‘ইউরোপিয়ান কনজ্যুমার স্মার্টফোন ২০১৬-১৭’ অ্যাওয়ার্ড জিতে নিলো বিশ্বের শীষস্থানীয় প্রযুক্তি নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বিজি)-এর নতুন ডিভাইস হুয়াওয়ে পি নাইন। ডিভাইসে সেরা মান ও দৃষ্টি-নন্দন ডিজাইন বজায় রাখায় টানা চতুর্থবারের মতো উক্ত ক্যাটাগরিতে সন্মানিত এই পুরষ্কারে পুরস্কিত হলো প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে হুয়াওয়ে পি নাইনের ক্যামেরা তৈরি করা হয়েছে বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা ব্র্যান্ড লাইকা ক্যামেরা এজি’র প্রযুক্তিগত সহায়তায়। ডুয়েল লেন্স ক্যামেরার পি নাইন ডিভাইসটি স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। ভিভিড কালারস এবং সাদা-কালো ছবি তোলার ক্ষেত্রে স্বচ্ছ উন্নত ও অকৃত্রিম আউটপুট দিতে সক্ষম হুয়াওয়ে পি নাইন ।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ প্রধান বিপণন কর্মকর্তা গ্লোরি ঝ্যাং বলেন, “টানা চতুর্থবার ইআইএসএ অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমরা গর্বিত। ব্যবহারকারীদের স্মার্টফোনের ক্ষেত্রে নতুন উদ্ভাবণ ও অভিজ্ঞতা প্রদানে আমরা যে সফল হয়েছি সেটার প্রতিদান হিসেবে আমরা এ সন্মানে ভ‚ষিত হয়েছি। পি নাইনের দৃষ্টি-নন্দন ডিজাইন, বিশ্বের সেরা ডিজাইনারদের সু² বিষয়ের উপর গুরুত্বারোপ, সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়ার মতো পদক্ষেপগুলো ইআইএসএ-এর বিচারকদের মুগ্ধ করেছে।”
সারাবিশ্বে পি নাইন ও পি নাইন প্লাস রপ্তানী হয়েছে ৪.৫ মিলিয়নেরও বেশি। ইউরোপের দেশগুলো বিশেষ করে ফ্রান্স, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ পি নাইন বিক্রি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের হুয়াওয়ে আউটলেট, রিটেইলার ও মোবাইল অপারেটরগুলো থেকে ক্রেতাদের হুয়াওয়ে পি নাইন ক্রয় করার সুযোগ রাখা হয়েছে। মাত্র ৪৭,৯৯০ টাকায় তিন জিবি র্যাম ও ৩২ জিবি রম সংস্করণের হুয়াওয়ে পি নাইন কেনা যাবে। পি নাইন হ্যান্ডসেটটি বসুন্ধরা সিটি ও যমুনা পার্কের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ ও সারাদেশের অন্যান্য ব্র্যান্ডশপগুলোতে পাওয়া যাচ্ছে।