পিপীলিকা বিশ্বের সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ পিপীলিকা সার্চ ইঞ্জিন এর স্বপ্নদ্রষ্টা ও রূপকার। প্রথম থেকেই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এর শিক্ষক ও ছাত্রদের শ্রম ও আন্তরিক চেষ্টায় তৈরী হয় পিপিলিকা সার্চ ইঞ্জিন । পিপীলিকার বর্তমান লক্ষ্য হল বাংলা ভাষার কম্পিউটিং এর জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা। ডিজিটাল ওয়ার্ল্ড এ উন্মুক্ত করা হল পিপীলিকা ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম এর মূল উদ্দেশ্য হলো ক্রাউড সোর্স পদ্ধতিতে কোন ব্যক্তি অথবা গ্রুপের সহায়তায় কোন সেবা অথবা তথ্য উন্নয়ন করা হয়। বাংলা ভাষার মৌলিক গবেষণা গুলি করার জন্য স্ট্যান্ডার্ড ডাটা সেট তৈরি করা প্রয়োজন। যা একটি প্রতিষ্ঠানের পক্ষে তৈরি করা কষ্টসাধ্য। পিপীলিকা ক্রাউডসোর্স ব্যাবহার করে এই কাজটি সবার সমন্বিত প্রচেষ্টায় স্ট্যান্ডার্ড ডাটা সেট তৈরি করা সম্ভব হবে। সার্চ ইঞ্জিনটিতে নেইম এনটিটি রিকগনিশ্যান( Name Entity Recognition) , পার্টস অফ স্পিস ট্যাগ( parts of sppech tag) , সেন্টিমেন্ট অ্যানালাইসিস( Sentiment Analysis) ও ট্রান্সলেশন ক্যাম্পেইন( Translation Campaign) এর ফিচার রয়েছে।
পিপীলিকা বিশ্বের সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ফরিদা চৌধুরি ও পিপীলিকা টীম এর অন্যতম উপদেষ্টা জাহিদুল আমিন আরজু । অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, আমাদের দেশের তরুণরা চাইলে সব করতে পারে- বাংলা ভাষা ও এর প্রাযুক্তিক গবেষণার জন্য পিপীলিকা টীম প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ আর সামনে আরো বড় বড় কাজ করার ইচ্ছে রয়েছে। তিনি আরো বলেন প্রাথমিক পর্যায়ে বাংলা ভাষার এবং বাংলাদেশ সম্পর্কিত সকল ওয়েব সাইট এবং পর্যায়ক্রমে বাংলা কন্টেন্ট সমৃদ্ধ সকল ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এর আওতায় নিয়ে আসা পিপীলিকার অন্যতম প্রধান উদ্দেশ্য। ডাটা সায়েন্স এলগরিদম প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কে ডাটা এনালাইসিস ও প্রয়োজনীয় প্ল্যটফর্ম তৈরিতে সহায়তা করা। পিপীলিকা বর্তমান সেবাসমূহের মাঝে আছে – পিপীলিকা সাম্প্রতিক সংবাদ, জব সার্চ , প্রোডাক্ট সার্চ, শব্দকল্পদ্রুম , পিপীলিকা লাইব্রেরী । ক্রাউডসোর্স প্ল্যাটফর্মটির ঠিকানা হল https://crowd.pipilika.com/