পিকাবুতে আইলাইফ পিসির সঙ্গে প্রিন্টার উপহার!

ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের জেড পিসির (অল ইন ওয়ান পিসি) সঙ্গে উপহার হিসেবে প্রিন্টার দিচ্ছে দেশের শীর্ষ ই-কমার্স পোর্টাল পিকাবু ডট কম। ১৭.৩ ইঞ্চি টাচ স্ক্রিন অল-ইন-ওয়ান পিসিটিতেত রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। আইলাইফ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন জানান, জেনুইন উইন্ডোজ ১০ সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক যা প্রয়োজনে বর্ধিত করা যায়। এতে রয়েছে ২.৪০ গিগাহার্জ গতির ডুয়াল কোর ইন্টেল প্রসেসর, ওয়াইফাই, বল্গুটুথ ল্যান পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি ২ পোর্ট, একটি ইউএসবি থ্রি পোর্ট, একটি অডিও কম্বো জ্যাক, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি কার্ড রিডার। এছাড়াও স্পিকার ও ওয়েবক্যাম রয়েছে। বাড়তি সুবিধা দিতে থাকছে তারবিহীন কিবোর্ড ও মাউস, যা পিসির সাথে সম্পহৃর্ণ বিনামহৃলে পাওয়া যাবে। পিকাবু থেকে আইলাইফের অল ইন ওয়ান জেড পিসিটি কিনলে এইচপি ব্র্যান্ডের চমৎকার একটি প্রিন্টার উপহার হিসেবে পাওয়া যাবে। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও কেনা যাবে। এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ দাম ২৯ হাজার ৯৯০ টাকা। বিস্তারিতঃ https://www.pickaboo.com/zedair-all-in-one-pc-silver.html ঠিকানায়।

নাসির উদ্দিন জানান, সাশ্রয়ী দামের ম্যাক সদৃশ কম্পিউটারটি যেকোনো অফিসিয়াল কাজ খুব সহজেই করা যাবে। টাচ স্ক্রীন সুবিধা থাকায় ফিঙ্গার ব্যাবহার করে পিসিতে কমান্ড দেওয়া যাবে। পিক্সেলের পরিমাণ ও বাজেট অনুযায়ী, টাচ ডিসপেল্গ পিসিটির অন্যতম বড় ফিচার।

বিস্তারিত জানতে : ০১৮৪৭০৫২০৮২, ০১৮৪৭০৫২০৭৪

Share This:

*

*