পান্ডা নাইটে জিতে নিল ব্র্যান্ড নিউ কার এবং মোটরবাইক

পান্ডা অ্যান্টিভাইরাসের বাংলাদেশ পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সমুদ্র সৈকত   কক্সবাজারে আয়োজন করে  বিশ্বখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড পান্ডা অ্যান্টিভাইরাসের  পান্ডা গালা নাইট। প্রোগ্রাম । এই অনুষ্ঠানের মধ্য দিয়েই উন্মোচন করা হয় “পান্ডা কুল অফার” শীর্ষক প্রমোশনের বিজয়ীদের নাম । ২০১৫ সালে পান্ডা কুল অফার শীর্ষক একটি সেলস্ অফারের আয়োজন করে পান্ডা অ্যান্টিভাইরাসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড । এই অফারের আওতায় সেলস্ টার্গেট পূরণ করা প্রতিষ্ঠান গুলো জিতে নেন ‘ব্র্যান্ড নিউ কার’ এবং ‘মোটরবাইক’ । কক্সবাজারে অনুষ্ঠিত পান্ডা গালা নাইট শীর্ষক জমকাল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এই পুরষ্কার । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পান্ডার প্রোডাক্ট ম্যানেজার জনাব গোলাম মুর্তজা আজিম , গ্লোবাল ব্র্র্যান্ডের ‘হেড অফ চ্যানেল সেলস ’ জনাব সমীর কুমার দাস এবং পান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম । এই সেলস্ প্রমোশনের ধারাকাহিকতায় ‘নেট স্টার প্রাইভেট লিমিটেড’ এবং ‘জলিল কম্পিউটার’ জিতে নিয়েছে ব্র্যান্ড নিউ কার । এছাড়াও ব্র্যান্ড নিউ মোটর বাইক জিতে নিয়েছে ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড সলিউশন, উইন্টেড ইন্টারন্যাশনাল, হাই ফাই কম্পিউটার, চিপ টেকনোলজি, এবসল্যুট আইটি, সুমন কম্পিউটার, কাজী ব্রাদার্স এবং বি অ্যান্ড ভি আইটি বাজার।

Share This:

*

*