পরাজিত কালো রাত্রি

বাঙ্গালীর ইতিহাসে ২৫ মার্চ ঘুট ঘুটে অন্ধকারে ভরা। এবার এই অন্ধকারকে ঢাকতে হবে আলোর মশালে আর এগিয়ে যেতে হবে সামনের দিকে। তাইতো টেলিকম অপারেটর গ্রামীণফোন ২৫ মার্চ ১৯৭১ এর কালরাতের শোককে সামনে এগিয়ে যাবার শক্তিতে পরিণত করার জন্য জাতীয় সংসদ ভবনের সামনে আলোর যাত্রা নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আরো উপস্থিত ছিলেন সব্যসাচী সাহিত‌্যিক সৈয়দ শামসুল হক, নাট্য ব্যক্তিত্ব আলি জাকের, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী নাসিরুদ্দিন ইউসুফ, গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি এবং চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সমাজের সকল স্তরে হাজার হাজার মানুষ জলন্ত মোমবাতি হাতে এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

Share This:

*

*