পকেটেই ফোর জি হটস্পট!

বন্ধু-বান্ধব কিংবা সহকর্মীদের সঙ্গে ফোর জি ইন্টারনেট উপভোগ করার সুযোগ করে দিতে দেশের বাজারে পকেটে বহনযোগ্য তারহীন প্রযুক্তি সুবিধার ফোরজি মোবাইল হটস্পট নিয়ে এসেছে টেক রিপাবলিক লিমিটেড। প্রোলিংক পিআরপি৭০১১ এল মডেলের এই এলটিই ওয়াইফাই হটস্পটটিতে একই সঙ্গে ১১ জন ব্যবহারকারী সংযুক্ত থাকতে পারেন। এর ডাটা বিনিময় গতি ৩০০ এমবিপিএস। ওজনে হালকা হলেও ব্যবহারকারীরা শক্তপোক্ত নেটওয়ার্ককে বেধে রাখতে পারে। এক চার্জে টানা ১০ ঘণ্টা পর্যন্ত চলে। নিরাপত্তার স্বার্থে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ডাটা ব্যবস্থাপনা ও নজরদারিও করা যায়। প্রয়োজনে ইউএসবি ক্যাবলের মাধ্যমেও নেটওয়ার্ক স্থাপন করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত প্রোলিংক ফোরজি হটস্পটের দাম ছয় হাজার ৫০০ টাকা।

Share This:

*

*