আজ বিসিসি অডিটরিয়াম, আইসিটি টাওয়ার, আগারগাঁও এ ম্যানেজিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড চিলড্রেন র্শীষক ওয়বে বেইজড অ্যাপ্লকিশেন উদ্বোধন ও মহিলা বিয়য়ক অধদিপ্তররে কাছে হস্তান্তরের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন “যারা পাকিস্তানী ভাবধারায় বিশ্বাস করতো, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছিল, যে সকল রাজাকার-আলবদর আমাদরে মহান মুক্তযিুদ্ধে নারী ও শিশুদের নির্যাতন করেছিল, যারা র্গব করে বলত যে কেউ আমাদের গায়ে আচড়ও দিতে পারবে না, সে সকল রাজাকার-আলবদরদরে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করছেনে তিনি বঙ্গবন্ধু কন্যা। বর্তমান সরকার নারী ও শিশু সুরক্ষায় অঙ্গকিারাবদ্ধ। ন্যায়ের শাসনে বদ্ধপরকির।”
স্বাধীন ও র্সাবভৌম বাংলাদশে শিশু ও নারী উন্নয়নে বঙ্গবন্ধু অবদানরে কথা উল্লখে করে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “৭২-এর সংবধিানরে ১৭ অনুচ্ছেদে নারী-পুরুষের সম-অধকিার সংরক্ষতি করে গেছেন, সেই দায়িত্ব সরকাররে পক্ষ থকেে সঠিকভাবে পালন করতে একটি ডিজিটাল ব্যবস্থাপনা হলো এই ওয়েব বেইজড অ্যাপ্লকিশেন প্লাটর্ফম।প্রতমিন্ত্রী আরো বলনে, ‘মাননীয় প্রধানমন্ত্রী, জননত্রেী শখে হাসিনার নেতৃত্বে ও মাননীয় আইসটিি বিয়য়ক উপদষ্টো সজীব ওয়াজেদের তত্ত্বাবধানে সরকারের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়া, জনশক্তিকে জনসম্পদে রূপান্তরতি করা, দেশের র্সবত্র সুলভমূল্যে দ্রুত গতসিম্পন্ন ইন্টারনটে পৌঁছে দেয়া এবং আইসিটি শিল্পের বিকাশ ঘটানো, এই চারটি মূল লক্ষ্যকে সামনে রখেে আমরা এগিয়ে চলছি। এরই অংশ হিসেবে নারী ও শিশু সুরক্ষায় প্রযুক্তি নির্ভর সমাধানে এই ওয়বে বেইজড অ্যাপ্লিকেশন।আমি আশা করছি এর মাধ্যমে নারী ও শিশুর জন্য একটি সুরক্ষতি বাংলাদশে গড়ে তুলতে আমরা সক্ষম হবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধদিপ্তররে মহাপরচিালক সাহনি আহমদে চৌধুরী প্রমূখ বক্তব্য রাখনে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুনুর রশদি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগরে অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেবও উক্ত অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন।
উল্লখ্যে, আইসটি ডিভিশনের আওতাধীন বিসিসি বাংলাদেশেী বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের সহায়তায় ‘ম্যানেজিং ভায়োলন্সে এগইেন্সট উইম্যান এন্ড চিলড্রেন’ র্শীষক অ্যাপটি তরৈী কর। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে ঘরে বসে তাৎক্ষনিক অভিযোগ জানানো এবং স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে করতে এ অ্যাপটি গুরুত্বর্পূণ ভূমকিা রাখবে। এর মাধ্যমে নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতার অভিযোগ অনলাইনে জানানো যাব। এছাড়াও, সশরীরে অভিযোগ জানানো যাবে দেশ ব্যাপী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের র্কাযালয়সমূহ।
এই বিশেষ ওয়েব অ্যাপে অ্যাকসেসে থাকছে ম্যাজস্ট্রিটে, ডিস,নিএনও, ওসি , উপজলো ও জেলা নারী বিষয়ক র্কমর্কতা ও মহলিা অধদিপ্তররে র্উধঃতন কর্মকর্তাদের। এতে সংশ্লষ্টি আইন প্রয়োগকারী সংস্থা যমেন ঘর/বাইরে বিপদগ্রস্ত নারী বা শিশুকে সাহায্য করতে পারবেন তেমনি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ব্যাক্তিরাও র্সাবক্ষনকি তা ট্র্যাক করতে পারবনে।এছাড়া, নাগরকিদরে জন্য ট্রাকিং সুবধিা উন্মুক্ত থাকায় অভিযোগকারী ঘরে বসেই সর্বশেষ গৃহীত পদক্ষপে সর্ম্পকে জানতে পারবনে।