দেশব্যাপী উদযাপিত হচ্ছে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯। এবারের প্রতিপাদ্য “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে”। ধানমন্ডি ৩২ “বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর” প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির উদযাপন শুরু হয়।
আইসিটি পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জুনাইদ আহমেদ পলক। এসময় আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, হাইটেকপার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা । এর পরপরই পুষ্পস্তবক অর্পন করেন ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ এর সদস্যরা।
এরপর জাতীয় সঙ্গীত গেয়ে বঙ্গবন্ধু জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ উপস্থিথ ছিলেন।
বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য মিছিল করবে ডাক ও টেলিযোগাযোগ বিষয়। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে মিছিল শেষে জিপিওতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টায় রাজধানীর বাড্ডার মাদানী এভিনিউয়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ। রক ও মেটাল ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, স্পন্দন, মমতাজ, ঐশী, প্রীতম হাসানের মতো তারকাদের এই উপস্থাপনা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সন্ধ্যায় সফটওয়্যার টেকনোলজি পার্কে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রতি ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হবে দিবসের কর্মসূচি।