উদীয়মান টেক-টাইগার প্রজন্মের জন্য বাজেট বান্ধব মাদারবোর্ড “বাজুকা প্লাস” দেশের বাজারে পরিবেশন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। মিলিটারি ক্লাস ৪ এর এমএসআই বি-১৫০এম মডেলের বাজুকা প্লাস মাদারবোর্ডটি সমর্থন করে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। এতে ব্যবহার করা যায় ডিডিআর ৪ র্যাম। এম২ স্লট থাকায় মিলবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা। এতে রয়েছে এইচডিএমআই, ডিভিআই এবং এ-এটিএক্স বোর্ড। বোর্ডে হিট সিংক থাকায় শত্রু ঘায়েলের চরম মুহূর্তেও মার্দারবোর্ডটির কার্যক্ষমতা থাকে অবিচল। স্টিল আর্মর সুরক্ষিত বাজুকা প্লাস মাদারবোর্ডের অভ্যন্তরে ব্যবহৃত এলইডি বাতি পিসি’র আউটলুকে দেয় নান্দিকতার ছোঁয়া। আর এক ক্লিকেই গেম চালনার জন্য এতে রয়েছে গেমিং হট কি। মাদারবোর্ডটি দাম আট হাজার ৫০০ টাকা। কম্পিউটার সোর্স এর ওয়েবসাইট www.computersourcebd.com ভিজিট করে কিংবা ০১৭৩০৩৫৯২৬৩ নম্বরে ফোন করে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।