বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন-২০১৯ উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর ১০ (দশ) টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। এই বিষয়ে ১০ (দশ) টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ (পাঁচ) টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এই ডাক টিকিট অবমুক্ত করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্তলসহ অন্যান্য
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ ২৭ মার্চ, হতে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স¥ারক ডাকটিকিট বিক্রি করা হবে।