নকিয়ার নতুন দুই ফোন

এইচএমডিগ্লোবাল বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এর নকিয়া ৫.১ প্লাসএবং ৩.১ প্লাস। আজ  মঙ্গলবাররাজধানীর স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সেট দুটি উন্মোচন করা হয়।  সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন, এইচএমডি গ্লোবাল প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত, নকিয়া বাংলাদেশের হেড অব বিজনেস ফারহানরশীদ এবং মার্কেটিং লিড ইফফাত জহুর। অনুষ্ঠানে ফোন দুটির বিস্তারিত তুলে ধরেন সন্দীপ গুপ্ত। তিনি বলেন নকিয়া সবার জনপ্রিয়তা অজর্নে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, নকিয়ার গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে বাংলাদেশ নকিয়া ৫.১ প্লাসএবং নকিয়া ৩.১ প্লাসঅবমুক্ত করা হলো। এর মধ্যে নকিয়াপ্লাস ফ্লাগশিপ ফোন। ৩.১ মধ্যমমানের ফোন।

অনুষ্ঠানে ফারহান রশীদ বলেন, নকিয়া ৫.১ প্লাসফোনে আছে ৫.৮ ইঞ্চিরএইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রমএবং ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ। এতে ছবি তোলার জন্য রযেছে  ১৩ ও ৫মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । ফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।

নকিয়া৩.১ প্লাসে রয়েছে৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম ও ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে সেটটি পাওয়া যাবে। এতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলেররিয়ার ক্যামেরা ও মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।  ব্যাটারি ৩৫০০মিলিঅ্যাম্পিয়ার। অ্যানড্রয়েডঅরিও অপারেটিং সিস্টেমে চালিত ফোন দুটিতে রয়েছে ফোরজি কানেকটিভিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়  বিক্রয় পরবর্তী সেবা পাওয়ার জন্য বাংলাদের প্রত্যেকটি বিভাগীয় শহর ছাড়াও বিভিন্ন শহরে ৫০ টি নকিয়া কেয়ার সেন্টার রয়েছে। বাংলাদেশে নকিয়া ফোন বিক্রি ও বাজারজাতকরণের জন্য রয়েছে  ৭৩টিপরিবেশক প্রতিষ্ঠান । পাশাপাশি আরও জানানো হয় দেশে নকিয়ার কোনো ফেসবুক পেইজ নেই। তাই সবাইকে এসব প্রতারণা হতে সাবধান থাকার অনুরোধও জানান হয় সংবাদ সম্মেলনে।

Share This:

*

*