দেশের বাজারে পাওয়া যাচ্ছে নকিয়া ৩.২ এবং নকিয়া ২.২ মডেলের দুইটি স্মার্টফোন। মঙ্গলবার ১৬ জুলাই রাজধানীর স্থানীয় এক হোটেলে স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে ফোন দুটির বিক্রয় ঘোষনা দেয় নকিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ, মার্কেটিং লিড ইফফাত জহুর, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক।
অনুষ্ঠানে ফারহান রশিদ বলেন, আমরা বিশ্বাস করি মোবাইল প্রযুক্তির সর্বশেষ এবং অসাধারণ উদ্ভাবনগুলো থাকা উচিত সবার হাতের নাগালে ।
নকিয়া ২.২ এ রয়েছে বায়োমেট্রিক ফেস আনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন। নকিয়া ২.২ এর থাকছে কোয়াড কোর মিডিয়াটেক এ২২ চিপসেট। সেটটির ডিজাইনে রয়েছে বিশেষত্ব যা ব্যাটারি অপটিমাইজেশনের মাধ্যমে সারাদিন চার্জ নিশ্চিত করবে।
দুই দিনের ব্যাটারি লাইফসহ ৬.২৬ ইঞ্চির বড় পর্দার নকিয়া ৩.২ স্মার্টফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনে থাকছে নটিফিকেশন লাইট। সেটটিতে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে যার মাধ্যমে চোখের ওপর বাড়তি চাপ প্রয়োগ ছাড়াই মুভি, টিভি শো কিংবা অনলাইন স্ট্রিমিং দেখা যাবে। কোয়ালকম® স্ন্যাপড্রাগন ৪২৯ মোবাইল প্ল্যাটফর্মের নকিয়া ৩.২ স্মার্ট ফোনটি পাওয়া যাবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি মেমোরিসহ।
অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত নকিয়া ৩.২ এবং ২.২ দুইটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড কিউ রেডি এবং দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সুবিধা। এছাড়াও তিনবছর পর্যন্ত প্রতি মাসে পাবে সিকিউরিটি আপডেট যা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ উদ্ভাবনগুলো। দুটি স্মার্টফোনেই রাখা হয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন, যার মাধ্যমে সাশ্রয়ী দামের দুটি ফোনেই পাওয়া যাবে গুগল অ্যাসিসটেন্টের অসাধারণ অভিজ্ঞতা।
সেটগুলোর দাম যথাক্রমে নকিয়া ৩.২ (৩/৩২জিবি) ১৩,৪৯৯ টাকায়, নোকিয়া ২.২ (২/১৬ জিবি)১০,৯৯৯ টাকা এবং নোকিয়া ২.২ (৩/৩২জিবি) ১২,৯৯৯ টাকা।
অনলাইন শপ দারাজ ডট কমে ও পাওয়া যাবে নকিয়া ৩.২। নকিয়া ২.২ পাওয়া যাবে দেশজুড়ে বিভিন্ন নকিয়া স্টোরে।