নকিয়া ব্র্যান্ডের প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল গত ২৬ ফেব্রুয়ারি নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের তিনটি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে। নতুন এই স্মার্টফোনগুলো খুবই উন্নত ডিজাইন বা নকশায় তৈরি ও উচ্চ মানসম্পন্ন। এসব ভোক্তা বা ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে দুর্দান্ত এক অভিজ্ঞতা দেবে। বিশ্ব জুড়ে বহুল প্রত্যাশিত নতুন নকিয়া স্মার্টফোনগুলো হচ্ছেÑ নকিয়া ৬, নকিয়া ৫ ও নকিয়া ৩। এর মধ্যে অসাধারণ ডিজাইন বা দৃষ্টিনন্দন নকশায় তৈরি নকিয়া ৬ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দারুণ বিনোদন তথা আনন্দ দেবে। নকিয়া ৫ হলো একটি অভিজাত স্মার্টফোন। আর নকিয়া ৩ স্মার্টফোনটির মানও নজিরবিহীন, অথচ এটি দামে অত্যান্ত— সহজলভ্য বা সাশ্রয়ী। নকিয়ার নতুন প্রজন্মের এই স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমে চলে্ যা বেশ স্বাচ্ছন্দময়, নিরাপদ এবং ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে নিত্যনতুন অভিজ্ঞতা দেবে এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সব ফিচারও থাকবে। এদিকে আজ থেকে নকিয়ার সেই বিখ্যাত ৩৩১০ ডিভাইসেরও পুনর্জš§ হলো। এক সময় নকিয়ার প্রতীক হয়ে ওঠা এই ডিভাইসটি আনা হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনে ও অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটিয়ে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সামনে রেখে আজ নকিয়ার তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়:
আসছে নকিয়া ৬ –
নকিয়া ৬ স্মার্টফোন নির্মাণের শিল্প-কৌশল বা নির্মাণশৈলী অত্যান্ত উচ্চমানের এবং এটির ডিজাইন বা নকশাতেও রয়েছে স্বাতন্ত্র্য-স্বকীয়তা। স্মার্টফোনটির অডিও সিস্টেম যেমন দারুণ তেমনি এটির সাড়ে ৫ ইঞ্চির উজ্জ্বল ও পূর্ণ এইচডি স্ক্রিন বা পর্দায়ও ছবি এবং ভিডিও বেশ ঝকঝকে ও নিঃখুঁত রংয়ে দেখাবে। নকিয়া ৬ সত্যিকার অর্থেই একটি প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে গ্রাহকদের। এটির ইউনিবডি বা উপরিকাঠামো একটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর স্মার্ট অডিও অ্যাম্পলিফায়ারে দুটি স্পিকার রয়েছে। ফলে এতে শব্দ বেশ নিঃখুঁত ও স্পষ্ট হবে। এতে আছে ডলবি অ্যাটমস®। ফলে স্মার্টফোনটি ব্যবহারকারীদের দার“ণ বিনোদন দেবে। চারটি কালারে বা রংয়ে পাওয়া যাবে এই সেট। কালারগুলো হচ্ছেÑ ম্যাটেব্যাক, সিলভার, টেম্পারড বু ও কপার। বৈশ্বিক বাজারে নকিয়া ৬ স্মার্টফোনটির গড় খুচরা বিক্রয়মূল্য হবে ২২৯ ইউরো।
নকিয়া ৬ আর্ট ব্ল্যাক লিমিটেড এডিশন : বিশ্বব্যাপী নকিয়া ৬ পোর্টফলিওর বিশেষ এডিশনের নকিয়া আর্ট ব্যাক লিমিটেডে রয়েছে ৬৪জিবি স্টোরেজ ও ৪ জিবি র্যাম। বিশেষ এডিশনের এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে, নকিয়া ৬ ফ্যামিলির সবচেয়ে বৈশিষ্ট্যমন্ডিত ফোন। স্টানিং ব্যাক হাই গস প্যাকেজের বা চকচকে কালো রংয়ের ঝকঝকে এই স্মার্টফোনটি বিশ্ববাজারে খুচরা পর্যায়ে গড়ে ২৯৯ ইউরো দামে বিক্রি হবে।
নকিয়া ৫ : নতুন নকিয়া ৫ স্মার্টফোনটি দেখতে বেশ মসৃণ, চকচকে ও আঁটসাঁট ব ছিমছাম। ফলে ব্যবহারকারীরা এই স্মার্টফোনটি হাতে রাখতে অত্যš— আরাম বোধ করবেন এবং আনন্দ পাবেন। নকিয়া ৫ স্মার্টফোনটির ইউনিবডি অত্যš— নিঃখুঁতভাবে একটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা দেখতে অনেকটা বালিশের দৃষ্টিনন্দন আবরণের মতো। এই স্মার্টফোনে রয়েছে করনিং® গরিলা® গাস ও ৫’.২’’ ল্যামিনেটেড আইপিএস এইচডি ডিসপে। এতে কোয়ালকম® অ্যাড্রেনো ৫০৫ গ্রাফিকস প্রসেসর এবং কোয়ালকম® স্নেপড্রাগন™ ৪৩০ মোবাইল প্লাটর্ফম রয়েছে। নকিয়া ৫ স্মার্টফোনটির কাঠামো খুবই মজবুত এবং এটি হাই-এন্ড বা উচ্চ মানসম্পন্ন স্মার্টফোনের মতোই খুব উন্নত। বাজারে নকিয়া ৫ স্মার্টফোনটি পাওয়া যাবে চার কালারে বা রংয়ে। কালারগুলো হচ্ছেÑ ম্যাটেব্যাক, সিলভার, টেম্পারড বু ও কপার। বৈশ্বিক বাজারে নকিয়া ৫ স্মার্টফোনটির গড় খুচরা বিক্রয়মূল্য হবে ১৮৯ ইউরো।
নকিয়া ৩ : নজিরবিহীন কম দামে গ্রাহকদের উন্নত মানের স্মার্টফোন ব্যবহারের আনন্দ-অভিজ্ঞতা দিতে নিয়ে আসা হয়েছে নতুন নকিয়া ৩ স্মার্টফোন। এটির উপরিকাঠামো মেশিনড অ্যালুমিনিয়ামে তৈরি। এতে আছে করনিং® গরিলা® গাস, ৫ ইঞ্চি ল্যামিনেটেড ডিসপে এবং সামনে ও পেছনে ৮এমপি ওয়াইড অ্যাপার্চার ক্যামেরা। আঁটসাঁট বা ছিমছাম ও দৃষ্টিনন্দন গঠনে তৈরি এই সেট গ্রাহকদের সত্যিকার অর্থেই একটি প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন ব্যবহারের আনন্দ-অভিজ্ঞতা দেবে। বাজারে চারটি কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। কালারগুলো হচ্ছেÑ সিলভারহোয়াইট, ম্যাটে ব্যাক, টেম্পারড বু ও কপার হোয়াইট। বিশ্ববাজারে নকিয়া ৩ স্মার্টফোনটির গড় খুচরা দাম হবে ১৩৯ ইউরো।