বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) উদ্যোগে রাজধানীর হোটেল লা মেরিডিয়ান হোটেলে দ্বিতীয় বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম রিটেইল চেইন শপ প্রতিষ্ঠান স্বপ্নের পরিবেশনায় আয়োজিত এই রিটেইল কংগ্রেস বা সম্মেলনে স্থানীয় ৩৫০ জন রিটেইল বিশেষজ্ঞ এবং কর্মজীবিরা অংশগ্রহণ করেন। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে মুন্নূ সিরামিক এবং লোটো বাংলাদেশ। দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ-বিদেশের রিটেইল খাতে চারজন বিশেষজ্ঞ চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া তিনটি অধিবেশনে প্যানেল আলোচনা এবং একটি ব্রেক আউট সেশনে দেশীয় বিশেষজ্ঞরা নিজেদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এ ছাড়াও সম্মেলনে দুইটি দেশীয় রিটেইল প্রতিষ্ঠানের কেইস স্টাডি উপস্থাপন করা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘রিডিফাইনিং রিটেইল ইন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশের খুচরা বিক্রি খাতের পুনর্মূল্যায়ন’। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব শরিফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, এক্সপ্রেস লেদার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম এবং মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাশিদ মাইমুনুল ইসলাম।
সম্মেলনে মূল প্রবন্ধগুলো উপস্থাপন করেন রিলায়েন্স রিটেইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সুপারমার্কেটওয়ালা বইয়ের লেখক দামোদর মল। তাঁর বক্তব্যের বিষয় ছিল ‘অ্যা ওয়াক উইথ সুপরমার্কেটওয়ালাঃ শপকিপার অর এজেন্ট অব মডার্নিটি’ একটি প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের ফ্র্যাঞ্চাইজি গুরু ও জিএমবি ম্যানেজমেন্ট সার্ভিসেস গ্লোবাল ইনকরপোরেশনের প্রেসিডেন্ট আরমান্দো ও. বার্তোলোমে। তার প্রবন্ধের বিষয় ছিল, ‘জাম্প স্টার্টিং দি রিটেইল ইন্ডাস্ট্রি’। পিডাব্লিউ এর টেকনোলজি কনসালটিংয়ের পার্টনার অরিজিৎ চক্রবর্তীর উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ছিল ‘বিল্ডিং ব্লকস অব দি ফিউচারÑ হাউ টেকনোলজি ক্যান হেল্প ইন রিটেইল বিজনেস গ্রোথ’। কফি ডে গ্লোবাল লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস শাবরি প্রভাকর উপস্থাপন করেন আরেকটি প্রবন্ধ। তার প্রবন্ধটির বিষয় ছিল, ‘ব্রিউইং অ্যা গ্রেট কাস্টমার এক্সপেরিয়েন্সÑ দ্য ক্যাফে কফি ডে ওয়ে’।