কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনব সেটা নিয়েই চিন্তা করছিলাম। তবে ফোন কেনার পরিকল্পনা যখন থেকে করছি অপেক্ষায় ছিলাম স্মার্টফোন মেলার। কারণ মেলাতে অনেক ব্র্যান্ড একসঙ্গে পাওয়া যায়। দেখে শুনে সেখান থেকে নেবার সুযোগ আছে জানায় সিহাব সিনহা নামের মেলায় স্মার্টফোন কিনতে আসা এক ক্রেতা।
মোনালিসা মৃদুলা নামের নর্থসাউথ ইউনির্ভাসিটির শিক্ষার্থী এসেছে স্মার্টফোন অ্যান্ড ট্যাব মেলায়। কারণ একই হ্যান্ডসেট কেনা। তিনি বলেন, স্মার্টফোন কিনতেই মেলায় এসেছি। মেলায় আসা আপডেট ভার্সনের একটি হ্যান্ডসেট কিনব। যেটাতে গেমস, ইউটিউব, ফেসবুক ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। সেলফিও উঠবে চমৎকার।
বিশেষ মূল্যছাড় ও উপহারে মেলার দ্বিতীয়দিনে জমে উঠেছে স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো (সামার) ২০১৯। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রযুক্তিখাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন।
এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, শাওমি, ভিভো, মটোরোলা, আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি, ডিটেল ছাড়াও সুরভী ইন্টারপ্রাইজ, মোবাইল আউটফিটারস ও বিজয়সহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।
স্মার্টফোন ও ট্যাব মেলার আহŸায়ক এক্সপো মেকারের এজিএম সিরাজুল ইসলাম সার্থক বলেন, অনেকেই বাজেট করে মেলাতে ফোন কিনতে আসে। যার যেমন বাজেট তেমন বাজেটেরই স্মার্টফোন আছে মেলায়। এটি এক্সপো মেকারের ১২তম আসর। অনেকে আগে থেকেই এই মেলাতে হ্যান্ডসেট কেনার জন্য পরিকল্পনা আগে থেকেই করে রাখে। গতকাল মেলার প্রথমদিনেও ছিল অনেক ক্রেতাদের আগমন আর দ্বিতীয় দিনের সকাল থেকেই প্রচন্ড ভিড়। বেলা বাড়ার সাথে সাথে আরো ভিড় বাড়বে। সে সঙ্গে অংশ নেয়া ব্র্যান্ডগুলো দফায় দফায় ছাড় ও অফার দিচ্ছে।
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি দ্বাদশ প্রদর্শনী। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও। মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উšে§াচনও করা হবে।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং, হুয়াওয়ে ও অপ্পো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ডিএক্স টেল ও ভিভো। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মটোরোলা। সাইবার সিকিউরিট পার্টনার হিসেরে রয়েছে ক্যাসপারস্কি এবং পার্টনার হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকার। মেলায় রয়েছে প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন ১টি। এ ছাড়াও, ২টি প্যাভিলিয়ন, ৪টি মিনি প্যাভেলিয়ন ও ৩টি স্টল রয়েছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে ব্র্যান্ডগুলো।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। যা থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার রোগীর চিকিৎসায় দান করা হবে। এ ছাড়াও, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।