দেশে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সমাবেশের ৩৬০ ডিগ্রী ছবি আপলোড হয় ফেইসবুক পেজে। আর এই আপলোডটি করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবাদ, নৈরাজ্যে, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলনের এই ছবি আপলোডের পাশাপাশি মন্ত্রী একটি ভিডিও বার্তাও প্রদান করেন। ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের তরুন সমাজকে জঙ্গী প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন বাংলার স্বাধীনতা ও সার্বভৈামত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে ততবারই বাঙ্গালী তরুনরা প্রতিঘাতে ও প্রতি উত্তরে জবাব দিয়েছে। ৫২ তে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ও ৭১ এ স্বাধীনতা ও সার্বভৈামত্ব অর্জনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুন প্রজন্মই। ১৯৯৬,২০০৮ ও ২০১৪ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সমুন্নত রাখার সংগ্রামে বরাবরই এগিয়ে এসেছে অকুতোভয় তরুন প্রজন্ম।
দেশে প্রথমবারের মতো রাজনৈতিক সমাবেশের ৩৬০ ডিগ্রী ছবি ফেইসবুকে
ছবিটি দেখুন :https://www.facebook.com/zapalak/posts/1157380024300553:0