দেশে প্রথমবারের মতো রাজনৈতিক সমাবেশের ৩৬০ ডিগ্রী ছবি ফেইসবুকে

দেশে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সমাবেশের ৩৬০ ডিগ্রী ছবি আপলোড হয় ফেইসবুক পেজে। আর এই আপলোডটি করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবাদ, নৈরাজ্যে, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলনের এই ছবি আপলোডের পাশাপাশি মন্ত্রী একটি ভিডিও বার্তাও প্রদান করেন। ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের তরুন সমাজকে জঙ্গী প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন বাংলার স্বাধীনতা ও সার্বভৈামত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে ততবারই বাঙ্গালী তরুনরা প্রতিঘাতে ও প্রতি উত্তরে  জবাব দিয়েছে। ৫২ তে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ও ৭১ এ স্বাধীনতা ও সার্বভৈামত্ব অর্জনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুন প্রজন্মই। ১৯৯৬,২০০৮ ও ২০১৪ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সমুন্নত রাখার সংগ্রামে বরাবরই এগিয়ে এসেছে অকুতোভয় তরুন প্রজন্ম।

ছবিটি দেখুন :https://www.facebook.com/zapalak/posts/1157380024300553:0

Share This:

*

*