দেশে ইন্টারনেটের ধীর গতি

দেশে ইন্টারনেটের ধীরগতি। তবে তার কারন জানান দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বৃহস্পতিবার আইএসপিএবির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এ মাসের ২০ তারিখ পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট কিছুটা ধীরগতিতে চলবে। আইএসপিএবির বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে ইন্টারনেট ব্যবহারের পরিমান ৪০০ গিগাবাইট। তার মধ্যে ১২০ গিগাাবাইটের জোগান দেয় বাংলাদেশে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড আর ২৮০ গিগার জোগান দেয় মিলিত ভাবে টাটা কমিউনিকেশন ও ভারতী এয়ারটেল যা আসে আইটিসির মাধ্যমে ভারত থেকে।

আইটুআই নামের একটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ভারত সিঙ্গাপুরের সঙ্গে ‍যুক্ত। চেন্নাইয়ের সমুদ্রতীর থেকে ৪০ কিলোমিটার দূরে ক্যাবলটি ঝড়ের কবলে কাটা পড়ায় গত বছরের ১৩ ডিসেম্বর রাত ২টা থেকে তা অকেজো হয়ে যায়। টাটা ইনডিকম ক্যাবল নামে আরও একটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে ভারত যুক্ত রয়েছে। ৩ হাজার ১৭৫ কিলোমিটার দীর্ঘ এ ক্যাবলটি ভারতের চেন্নাই ও সিঙ্গাপুরের চাঙ্গি এলাকার মধ্যে সংযোগ স্থাপন করেছে। বুধবার রাত ১টা থেকে এ ক্যাবলটিও অকেজো হয়ে পড়ে।

 এছাড়া ইন্ডিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ আরেকটি ফাইবার অপটিক ক্যাবল দিয়ে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে যুক্ত। এই ক্যাবলটিও এখন অকেজো।ফলে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হচ্ছেন। চলতি সপ্তাহের মধ্যেই ক্যাবলটি ঠিক হয়ে যাবে ।  তবে পুরোদমে ইন্টারনেট গতি পেতে ব্যবহারকারীদের ২০ জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Share This:

*

*