দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারস্ লিঃ বাংলাদেশের বাজারে আন্তজাতিক ব্রান্ড লিফোন মোবাইলের বিক্রয় কার্যক্রম উদ্ভোধন করেছে। ১২ মে কলাবাগান ড্যাফোডিলের প্রধান কার্যালয়ে ড্যাফোডিল কম্পিউটারস্ লিঃ এর পরিচালক মোঃ ইমরান হোসেন এ বিক্রয় কার্যক্রম উদ্ভোধন করেন। ৪জি সুবিধার W2 I W7 মডেলের দুইটি স্মার্ট ফোন এবংK1, F2 মডেলের দুইটি স্লিম ফিচার ফোন এ সময় উন্নুক্ত করা হয়। এ সময় ড্যাফোডিল কম্পিউটারর্স ও লিফোন বাংলাদেশের উধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।
দেশের বাজারে লিফোন
