বিশ্বখ্যাত নোটবুক নির্মাতা আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এলো ৩টি নতুন মডেলের নোট বুক। নোট বুক তিনটির মডেল : আসুস রিপাবলিক অফ গেমার (আর ও জি) সিরিজের জি ৭০১ ভিও, আসুস ভিভো বুক ম্যাক্স এক্স ৪৪১/৫৪১ এবং আসুস জেন বুক ফ্লিপইউএক্স৩৬০।
আসুসের রিপাবলিক অফ গেমার (আর ও জি) সিরিজে নতুন হয়েছে জি ৭০১ ভিও গেমিং নোটবুক। উচ্চতর গ্রাফিক্স এর গেম খেলার জন্য ডেস্কটপ গ্রেড গ্রাফিক্স কার্ড দিয়ে তৈরি করা হয়েছে আসুস এর এই নতুন গেমিং নোটবুকটি। এতে ব্যাবহার করা হয়েছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর আর ৮ গিগাবাইট ডেস্কটপ-গ্রেড এনভিডিয়া জিফোর্স এর জিটিএক্স ৯৮০ ভিডিও কার্ড। এতে আরো থাকছে ৬৪ গিগাবাইটের ডি ডি আর ৪ র্যাম, ফুল এইচডি ডিসপ্লে, ১ টেরাবাইট এস এসডি সহ আরো অনেক ফিচার।
আসুস জেনবুক ফ্লিপ আল্ট্রাবুকটি তৈরি করা হয়েছে আধুনিক স্টাইল আর সৌন্দর্য এর কথা মাথায় রেখে। এর বিশেষত্ব হলো একে ৩৬০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব। আর তাই এর ব্যাবহারকারী খুব সহজেই একে ল্যাপটপ থেকে ট্যাবলেটে পরিবর্তন করে নিতে পারবেন। মাত্র ১৩.৯ মিলিমিটার পাতলা আর ১.৩ কেজি ওজন হওয়ায় জেনবুক ফ্লিপ বহন করা অত্যন্ত সহজ। কিঊ-এইচডি (৩২০০*১৮০০) আইপি এস ডিসপ্লে সহ এতে আরো থাকছে ৮ গিগাবাইট র্যাম আর ১ টেরাবাইট হার্ড ডিস্ক।
আসুস ভিভোবুক ম্যাক্স তৈরি করা হয়েছে ব্যাবহারকারীর মাল্টিমিডিয়া এবং দৈনন্দিন কাজের কথা মাথায় রেখে। যে কোন রকমের মাল্টিমিডিয়া উপোভোগে নতুন মাত্রা যোগ করতে এতে ব্যাবহার করা হয়েছেআসুস এর বিশেষ টেকনোলজি সনিক মাস্টার এর ৩ ওয়াটের ট্রান্সমিশন লাইন এবং ২৪ সিসি এর অডিও চেম্বার, যা এর ব্যাবহারকারীকে দিবে স্পষ্ট শব্দ শোনার অনুভুতি। আসুস ভিভোবুক ম্যাক্সে ব্যাবহার করা হয়েছেইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর আর এনভিডিয়া জিফোর্স ৯২০ এম এক্স গ্রাফিক্স কার্ড। সাথে থাকছে ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম আর ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। ১৪ এবং ১৫ ইঞ্চি ডিসপ্লে কিনবা আর কোর আই ৩ থেকে শুরু করে বিভিন্ন কনফিগারেশন এর সমন্নয় থেকে বেছে নেয়া যাবে পছন্দের ভিভোবুকটি।
চলতি মাসের শেষ থেকেই বাজারে মিলবে আসুসের এই বিশেষ নোটবুক তিনটি। আসুস বাংলাদেশের এক মাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।