দেশের অর্থনীতিতে ভুমিকা রাখায় স্যামসাং ইলেট্রনিক্স বাংলাদেশের উপহার

কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ, ঈদ-উল-আযহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের পরিবারকে টিভি ও রেফ্রিজারেটর উপহার দিয়েছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অসামান্য ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই স্যামসাং ইলেট্রনিক্স বাংলাদেশে এই আয়োজন করে।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ, সাভারের শহিদুল্লাহ এবং সিলেটের জাবেল আহমেদকে ৩২” স্মার্ট এলইডি টিভি এবং দিনাজপুরের রুহুল আমিন, রংপুরের শফিকুল ও সিতাকু–এর নুরুল করিমকে ২০৩ লিটার (৮.৫ সিএফটি) স্যামসাং রেফ্রিজারেটর উপহার দিয়েছে। উপহার প্রাপ্ত প্রবাসী বাংলাদেশীরা প্রত্যেকেই সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন।  স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাংওয়ান ইউন বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশী তাদের পরিবার থেকে অনেক দূরে থেকে সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন এবং প্রতি বছর প্রচুর রেমিট্যান্স দেশে পাঠান। সমাজকে কিছু দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা তাদের পরিবারে ঈদের খুশি বাড়িয়ে দেওয়ার এই উদ্যোগটি নিতে পেরে সত্যিই অনেক গর্বিত।

Share This:

*

*