রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৬ এ বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো দেশের প্রথম এবং একমাত্র ফুল এবং ফুলজাত পণ্যের ই-কমার্স সাইট দেশীফুল ডটকম (deshiphool.com)। দেশী ফুল, ফুল চাষী এবং ফুল ব্যাবসায়ীদের স্বার্থ রক্ষাই দেশীফুল ডটকমের পথচলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার্সের সভাপতি রোকিয়া আফজাল রহমান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজির সভাপতি লুনা শামসুদ্দোহা, দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মেহরীন এবং প্রখ্যাত নারী উদ্যোক্তা, ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনার তুতলি রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দেশিফুল ডটকম এর প্রধান নির্বাহী বুশরা আলাম।