দূরত্ব কমবে শিক্ষা প্রতিষ্ঠান ও সফটওয়্যার ইন্ডাস্ট্রির

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে দূরত্ব ঘোচাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘একাডেমি ও সফটওয়্যার ইন্ডাস্ট্রির দূরত্ব ঘোচাতে সেতুবন্ধন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ ইন্সটিটিউট অব আইসিটি ইন ডেভেলাপমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ উদ্দিন আকবর, বেসিসের সাবেক পরিচালক ও মাল্টিমিডিয়া কনটেন্ট এন্ড কমিউনিকেশন  এর প্রধান নির্বাহী আশরাফ আবির, জনতা ব্যাংকের চেয়ারম্যান ও দোহাটেক নিউ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা লুনা সামছুদ্দোহা, বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, বিসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, মুনির হাসানসহ বাংলাদেশের সফটওয়্যার শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ড্যাফোডিল ইন্টারন্যাশণাল ইউনিভাসর্িিটর পরিচালক স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ, ড্যাফোডিল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেসিসের সদস্যবৃন্দসহ বাংলাদেশের সফটওয়্যার শিল্পের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে  বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে  পুস্তক থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি  বাস্তবে প্রয়োগপযোগী দক্ষতাও অর্জন করতে হবে, যাতে নিযোগকারী উদ্যোক্তারা বলতে না পারেন যে তারা উপযুক্ত লোক পাচ্ছেন না। বক্তারা আরো বলেন, বাংলাদেশে উৎপাদিত গার্মেন্টসসহ বিভিন্ন পণ্যের বাজার সম্ভাবনা এখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে  আছে এবং অদূর ভবিষ্যতে সফটওয়্যার শিল্পের সম্ভাবনা গার্মেন্টস শিল্পকেও ছাড়িয়ে যাবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সফটওয়্যার শিল্পের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের নিকট ভবিষ্যতের ইতিহাস রচিত হবে সফটওয়্যার শিল্পক্ষেত্রে পৃথিীবীর অনেক দেশকে পিছনে ফেলে বাংলাদেশের তরুনদের দ্রুত এগিয়ে যাওয়ার ইতিহাস নিয়ে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বলেন, যুগের চাহিদা ও বাস্তবতাকে বিচেনায় নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি কারিক্যুলামে প্রায়োগিক শিক্ষাকে যুক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি’র সাথে যুক্ত করে তাদের হাতে- কলমে কাজ শিখিয়ে প্রকৃতপক্ষেই  কর্মক্ষম হয়ে উঠার সুযোগ করে দিচ্ছে।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘একাডেমি ও সফটওয়্যার ইন্ডাস্ট্রি ঃ দূরত্ব ঘোচাতে সেতুবন্ধন’ শীর্ষক সেমিনারে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামসহ অতিথিবৃন্দ।

Share This:

*

*