উত্তরবঙ্গের গুরুত্বপূর্ন জেলা দিনাজপুরে যাত্রা শুরু করল এইচপি পন্যের স্পেশালাইজড ব্রান্ডশপ ‘এইচপি ওয়ার্ল্ড’। এইচপি ব্রান্ডের জেনুইন সকল পন্য পাওয়া যাবে আধুনিক এই ব্রান্ডশপটিতে। শপটি পরিচালনা করবে দিনাজপুরের অন্যতম আইসিটি প্রতিষ্ঠান কম্পিউটার বাজার।
এইচপি ওয়ার্ল্ড উদ্বোধন করেন ব্রান্ডটির পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং কম্পিউটার বাজার দিনাজপুর এর স্বত্তাধিকারী মোঃ মোজাফফর রহমান। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন এই ব্রান্ডশপটি স্থানীয় আইটি ইউজারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিগন। অনুষ্ঠানে, এইচপি ওয়ার্ল্ড উদ্বোধন উপলক্ষ্যে একটি লঞ্চিং অফার ঘোষনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ন্যাশনাল সেলস ম্যানেজার নিয়াজ মোর্শেদ তুহিন, এইচপি পন্য ব্যবস্থাপক তানজিত রহমান এবং এইচপি ডিসপ্লে প্রোডাক্ট ম্যানেজার আবুল বাশার রাজু সহ স্থানীয় আইসিটি ব্যবসায়ীবৃন্দ।