বাংলাদেশের গ্রাহকদের অনলাইন কেনাকাটা ও অনলাইন পেমেন্টের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে দারাজ(daraz.com.bd) এবং ভিসা একসাথে যাত্রা শুরু করে ২০১৯ সালের ৬ মার্চ। দারাজ-ভিসার সহযোগীতামূলক প্রচেষ্টার ফলে চুক্তিকালীন সময়ে দারাজ তার গ্রাহকদের একটি অসাধারন অনলাইন লেনদেনের অভিজ্ঞতা দিতে সক্ষম হয়েছে। গ্রাহকদের অভাবনীয় সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি দারাজ এবং ভিসা পৃথিবীর বৃহত্তম সেল ১১.১১ ক্যাম্পেইনে একযোগে কাজ করেছে। ক্যাম্পেইনে বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ডধারিদের জন্য ছিল ১০% মূল্যছাড় যেটি গ্রাহকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে, এর মাধ্যমে গ্রাহকরা অনলাইন পেমেন্ট করে বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে বিশাল মূল্যছাড়। সর্বোচ্চ লেনদেনকৃত ক্যাটাগরির মধ্যে ছিল – স্মার্টফোন, এয়ার কন্ডিশনার, ফ্যাশন, গ্রোসারি, ও হেলথ অ্যান্ড বিউটি। ১১.১১ ক্যাম্পেইনে দারাজের অন্যান্য ক্যাম্পেইনের তুলনায় ৪ গুণ বেশি কার্ড অন ফাইল (সিওএফ) লেনদেন হয়েছে।
দারাজ এবং ভিসা এখন অবধি জুলাই মাসে কার্ড অন ফাইল (সিওএফ) ক্যাম্পেইনসহ একসাথে বিভিন্ন রকমের সফল প্রচারণার আয়োজন করেছে। কার্ড অন ফাইল (সিওএফ) এর ফলে দারাজ ওয়েবসাইটে ক্রেতারা তাদের ভিসা কার্ড ডিটেইলস নিরাপদে সংরক্ষণ করতে এবং নির্বিঘ্নে ভবিষ্যতের লেনদেন করতে পারবেন। সিওএফ ক্যাম্পেইন চলাকালীন অনেক গ্রাহক এর সুবিধাগুলি ব্যবহার করেছিলেন যার ফলে দুটি প্রতিষ্ঠানের জন্যেই ক্যাম্পেইনটি ছিল দারুন একটি সাফল্য। এছাড়াও, দারাজ এবং ভিসার দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে অন্যান্য ক্যাম্পেইনগুলোর সময় দারাজ ওয়েবসাইটে(daraz.com.bd) পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এবং পরবর্তীতে গ্রাহকরা অফারগুলির বিষয়ে দারাজ অ্যাপে ইতিবাচক মন্তব্যও করেছেন। দারাজ ও ভিসার সহযোগীতামূলক প্রচেষ্টায় অনলাইন পেমেন্টের সাফল্যের হার পূর্ববর্তী বছরের ৫৮% থেকে বেড়ে ৬৭% হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তা বেড়ে ৮৮% পর্যন্ত গিয়েছে। সেল চলাকালীন এটি দারাজের ইএমআই পার্টনার সহ বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহককে অনলাইনে কেনাকাটা করতেও উৎসাহিত করেছে।
দারাজ(daraz.com.bd) এবং ভিসা সম্মিলিতভাবে আগামী দিনে তাদের গ্রাহকদের জন্য সুরক্ষিত এবং ঝামেলা-মুক্ত অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়। এই দুটি সংস্থার মধ্যে সহযোগিতা বাংলাদেশের ই-কমার্স শিল্পে একটি মাইলফলক হতে চলেছে এবং তাদের যৌথ প্রচেষ্টার কারণে ভবিষ্যতে গ্রাহকরা অসংখ্য সুযোগ সুবিধা উপভোগ করবেন।