দারাজ এ বিয়ে উৎসব

বিয়ের মৌসুম উপলক্ষ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ(daraz.com.bd) দ্বিতীয়বারের মত আয়োজন করল দারাজ ওয়েডিং কার্নিভাল ২০১৯। ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এই আয়োজনটি চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত, যেখানে আকর্ষণীয় অফারে থাকবে বিয়ের যাবতীয় পণ্য-সামগ্রী কেনাকাটার সুযোগ। ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে শেভার শপ, প্যারাস্যুট, ফ্লোরমার বাংলাদেশ, ফোকালিউর বাংলাদেশ, ওটু (O2) এবং রমণী এক্স ওয়াই জেড।

দারাজ(daraz.com.bd) ওয়েডিং কার্নিভালের সেরা ৫টি ডিলের মধ্যে রয়েছে ৫,৮৭৪ টাকায় কাতান শেরওয়ানি, ১১,৫২৫ টাকায় কাঞ্জিবরন বেনারসী শাড়ি, ৩১,২৪৮ টাকায় ক্লাসিক বেডরুম সেট, ৩৬, ৫০০ টাকায় ব্যাংককে ৩ রাত/৪ দিনের হানিমুন ট্যুর প্যাকেজ এবং ২২,৮০০ টাকায় সনি ৩২” স্মার্ট টিভি।

এছাড়াও বিবাহের উপহার সামগ্রীর সহজ সমাধান হিসেবে থাকবে গৃহ সরঞ্জাম, বিউটি প্যাকেজ, জুয়েলারিসহ অন্যান্য অনেক কিছু। বিশেষ আকর্ষণ হিসেবে দারাজ অনলাইন শপের কাস্টমারদের জন্য থাকছে ভাউচার, যার মাধ্যমে ৬,০০০ টাকার কেনাকাটা করে তারা পাবেন ৫০০ টাকা ছাড় (সর্বোচ্চ ৯,০০০ টাকা পর্যন্ত ছাড়)। ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ডের মাধ্যমে লেনদেন করলে থাকছে ১০% মূল্যছাড় (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)।

Share This:

*

*