দারাজের ভন্ডামি !! বক্স আছে প্রডাক্ট নেই !!!!

মোঃ সারোওয়ার হোসেন একজন প্রযুক্তি পেশাজীবি দারাজের ১১-১১ অফারে দারাজ থেকে (www.daraz.com.bd )একটি স্পীকার ও একটি ওয়্যারলেস ইয়ার ফোন (রিমিক্স ব্র্যান্ড) এর অর্ডার দেন । অর্ডান নাম্বার-600274673052842 আজ সকালে স্পীকারটি গ্রহণ করেন তবে বিকেলে পাঠাও কুরিয়ারের মাধ্যমে ইয়ারফোনটি গ্রহন করেন এবং পরে  বক্স খুলেই তিনি হতবাক (সাথে সাথে প্যাকেট খুলেন নি কারন উনি নামাজে যাচ্ছিলেন)। কারন উনি ইয়ারফোনের বদলে শুধু বক্সটিই পেয়েছেন। তৎক্ষনাৎ উনি এই প্রতিবেদেকের সাথে যোগাযােগ করেন এবং এর বিস্তারিত তুলে ধরেন।

 

প্রতিবেদক দারাজের সাথে যোগাযোগ করলে উনি ভুল প্রডাক্ট পেয়েছেন বলে উল্লেখ করেন। প্রশ্ন হলো ভুল প্রডাক্ট তো উনি পাননি পেযেছেন যেটা অর্ডার করেছেন সেটাই। এতদিন দারাজের বিরুদ্ধে নানান অভিযোগ পাওয়া গেলেও এবার হাতে নাতে ধরা পড়লো। ভু্তেভোগী ভোক্তা অধিকার আইনে দারাজের বিরুদ্বে মামলা করার সিদ্ধান্ত নিচ্ছেন।

Share This:

*

*