দারাজমল ফেস্টিভ্যালে বিপুল সাফল্য!

গত ১৭ থেকে ২৩ জানুয়ারি ই-কমার্স জায়ান্ট দারাজের ওয়েব এবং অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মগুলোতে প্রতিষ্ঠানটির সিগনেচার ক্যাম্পেইন ‘দারাজমল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়। আগের ক্যাম্পেইন দারাজ ফেস্টিভ্যালের মতো এবারের ক্যাম্পেইনটির প্রতিটি ক্যাটাগরিতেও ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পায় প্রতিষ্ঠানটি। ভাউচার (কুপনস), ব্র্যান্ড অব দ্য ডে, ব্র্যান্ড ফ্ল্যাশ সেলস (তিন ঘণ্টার জন্য প্রতিদিন দু’টি ব্র্যান্ডের সেলস অফার), ২১ টাকা ফ্রি শিপিং (২১ জানুয়ারি), ব্র্যান্ড ফ্রি শিপিং ও প্রাইস পয়েন্টস (৪৯৯, ৯৯৯, ১৯৯৯) এর মতো বিষয়গুলো ক্যাম্পেইনটিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ক্যাম্পেইনটি বেশ আশানুরূপ ছিলো। ৪৫০ জন সেলার দারাজমল ফেস্ট ২০২১ -এর জন্য নিবন্ধন করেন। স্বাভাবিক সময়ের তুলনায় ক্যাম্পেইন চলাকালীন সময়ে মোট অর্ডারের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পায়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৬৩ হাজার অর্ডার জমা পড়ে, যা গত আয়োজনের তুলনায় ১১০ শতাংশ বেশি। এ সময় সর্বমোট বিক্রির পরিমাণে প্রবৃদ্ধি ঘটে ১২৮ শতাংশ।

এ ক্যাম্পেইনের অসাধারণ সাড়া প্রসঙ্গে দারাজ মলের টিম লিডার মনিকা কবির বলেন, ‘এই ক্যাম্পেইনে ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অভিভূত। চলতি বছরের দারাজমল ফেস্টিভ্যাল বিপুল সাড়া জাগিয়েছে। আমি দারাজমল টিম, পার্টনার ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সমর্থন ছাড়া এই ক্যাম্পেইনটি চমৎকারভাবে শেষ হতো না। মুমতাহিনা টয়া, রাফসান সাবাব, সারিকা সাবাহ, সোহানা সাবাহ, বাসমা খান, হামজা খান শায়ানসহ অনেক ইনফ্লুয়েন্সাররা আমাদের ক্যাম্পেইনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সফলতাই আগামী দিনগুলোতে আরো বড় অর্জনের দিকে এগিয়ে যেতে আমাদের সহায়তা করবে।’

চলতি বছরের ক্যাম্পেইনের জনপ্রিয় ব্র্যান্ডগুলো হলো: এসকোয়ার ইলেকট্রনিকস, সিঙ্গার, অ্যাপেক্স, নোয়া, ডেটল, স্যামসাং, শ্যাভার শপ বাংলাদেশ, টিপি লিংক, মোজাম্মেল রাইস ও ওয়ালটন। সর্বোচ্চ বিক্রির ক্যাটাগরিতে ছিলো মোবাইল ও ট্যাবলেট, হেলথ ও বিউটি পণ্য, গ্রোসারি, টেলিভিশন, কম্পিউটার ও ল্যাপটপ। এছাড়াও, রিয়েলমি সি১৭ স্মার্টফোন, স্যামসাং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, ওয়ালটন প্রিলুড এন৫০০০ ল্যাপটপ, মোজাম্মেল স্পেশাল মিনিকেট চাল (২০ কেজি), এমআই ফোরএস ৫৫ ইঞ্চি এইচডি অ্যান্ড্রয়েড এলইডি টিভি (ইউরোপিয়ান), তীর অ্যাডভান্সড সয়া বিন তেল, ৮ বক্স প্ল্যানেট পারফিউমড পকেট টিস্যু ও গুগল প্লে গিফট ৫ ডলার ইউএস সর্বোচ্চ বিক্রিত পণ্যের তালিকায় ছিলো।

দারাজমল হলো দারাজের প্রিমিয়াম চ্যানেল, যেখান থেকে ক্রেতারা বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর পণ্য পুরোপুরি নিশ্চয়তার সাথে ক্রয় করতে পারবেন। এই চ্যানেলের মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য ১৪ দিনের রিটার্ন পলিসি সুবিধা রয়েছে।

Share This:

*

*