২০ জন সৃজনশীল মহিলা উদ্যোক্তা দর্পণের প্লাটফর্মে যোগদান করেছেন। এ উপলক্ষে ধানমন্ডির আরাজ কনভেনশন হলে ফিম্নেনসোর সহযোগিতায় আয়োজন করা হয় এক ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের। দর্পণ হলো দেশীয় পণ্যের ডিজিটাল মার্কেটপ্লেস।
দর্পণের প্লাটফর্মে এই ২০ জন সৃজনশীল মহিলা উদ্যোক্তারা তাদের ডিজিটাল দোকানসমূহ স্থাপন থেকে শুরু করে পণ্য প্রদর্শন, সঠিক মূল্য নির্ধারণ, তাদের পণ্যের প্রমোশন, বিক্রি এবং সবশেষে ক্রেতাদের কাছে তাদের পণ্য পৌছে দিতে সক্ষম হবে।
দর্পণের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ খান ও ফিম্নেনসোর প্রতিষ্ঠাতা পৌশী যামী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ও চুুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান পরিচালনা করে দর্পণের মূল উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানে দর্পণের ও ফিম্নেনসোর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।